
দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আজাদ বলেছেন, একটি অর্থবহ সংস্কার ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য জামায়াত সবসময় গঠনমূলক ভূমিকা পালন করেছে। তিনি অবিলম্বে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের জন্য আদেশ জারি ও গণভোটের ব্যবস্থা করার দাবি জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখা আয়োজিত চকরিয়া ও কক্সবাজার শহর অঞ্চলে অনুষ্ঠিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে ড. আজাদ আরো বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করলে জনগণকে সাথে নিয়ে দাবী পূরণে বাধ্য করা হবে। তিনি আরও বলেন, জনগণ দুর্নীতি, দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার হয়েছে এবং ছাত্র-যুব সমাজ জেগে উঠেছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে জনগণ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দুর্নীতিমুক্ত এবং ন্যায়-ইনসাফের নতুন বাংলাদেশ গঠন করবে।
তিনি জামায়াতে ইসলামীর রুকনদের ইলম ও আমলের ক্ষেত্রে মনোনিবেশ করে বলেন, চারিত্রিক মাধুর্য দিয়ে মানুষের মন জয় করতে হবে। সত্য, সুন্দর ও কল্যাণের পথে জনমানুষ কে দাওয়াত দিয়ে বাংলাদেশ কে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে গড়ে তুলতে হবে। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সদস্যদের দাঁড়ি পাল্লা মার্কার বিজয় নিশ্চিত করতে অগ্রনী ভূমিকা পালনের আহ্বান জানান।
জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চল টীম সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান।
বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, জেলা সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ,
চকরিয়া পেকুয়া আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক, কক্সবাজার ৩ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শহিদুল আলম বাহাদুর, জেলা কর্মপরিষদ সদস্য আখতার আহমদ, জেলা অফিস সেক্রেটারী এডভোকেট শাহজাহান।