আজ : বুধবার ║ ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

`জামায়াত ক্ষমতায় গেলে দেশে বেকার থাকবে না’

দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বাংলাদেশ একটি ইতিবাচক অবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি। একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, নির্বাচনের মাধ্যমে নতুনভাবে নির্বাচিত কোনো শাসক যাতে কর্তৃত্ববাদী, স্বৈরাচারী, ফ্যাসিবাদী না হয়ে ওঠে— সে লক্ষ্যে জনপ্রশাসন, মাঠপর্যায়ের প্রশাসন, বিচারব্যবস্থা, ইলেক্টোরাল সিস্টেম, দুর্নীতি দমন কমিশনসহ সরকারের ছয়টি অঙ্গকে পুনর্গঠন করা হয়েছে।

সরকার ছয়টি কমিশন করে বহু সংস্কার প্রস্তাব দিয়েছিল। এর মধ্যে আমরা সব রাজনৈতিক দল একত্রে আলাপ-আলোচনার মাধ্যমে মোট ৮৪টি বিষয়ে একমত হয়েছি। এটি জুলাই চার্টার হিসেবে গণ্য করা হয়েছে। আরও প্রায় ২০টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য রয়েছে। আমরা ঐকমত্য কমিশনকে বলেছি, কীভাবে আরও সহজভাবে কিছু বিষয় যুক্ত করা যায়। এখন সরকার আগামী নির্বাচনকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে দ্রুত সময়ের মধ্যে গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করবে, যার ওপর নির্ভর করে আগামী নির্বাচিত সরকার নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে। সরকার ও ঐকমত্য কমিশন প্রধান হিসেবে আমরা প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়েছি— আগামী নভেম্বরে গণভোটের মাধ্যমে এই জুলাই সনদের আইনগত ভিত্তি ঠিক করতে হবে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে খুলনা-৫ আসনের শাহপুর আঞ্চলিক অফিসে ডুমুরিয়া উপজেলার ধামালিয়া, রঘুনাথপুর ও রুদাঘরা ইউনিয়নের ভোটকেন্দ্র প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডুমুরিয়া উপজেলা আমীর মাওলানা মোক্তার হোসেনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি আব্দুর রশীদ বিশ্বাসের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা আল মুজাহিদ, জেলা ছাত্রশিবির সভাপতি ইউসুফ ফকির, অফিস সম্পাদক শাহজালাল হোসেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর গাজী সাইফুল্লাহ, কর্মপরিষদ সদস্য বি. এম. আলমগীর হোসেন, আমানুল্লাহ হালদার, মাওলানা ফয়েজ উদ্দিন, শেখ বেলাল হোসেন, তৈয়েবুর রহমান জোয়ার্দার প্রমুখ।

সকাল সাড়ে দশটায় শাহপুর গাজীপাড়ায় মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। উপজেলা আমীর মাওলানা মোক্তার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, খুলনা জেলা যুব বিভাগের সভাপতি মোস্তফা আল মুজাহিদ এবং ইসলামী ছাত্রশিবির খুলনা জেলার সভাপতি ইউসুফ ফকির।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডুমুরিয়া উপজেলা নায়েবে আমীর গাজী সাইফুল্লাহ, ভারপ্রাপ্ত সেক্রেটারি আব্দুর রশীদ বিশ্বাস, উপজেলা যুব বিভাগের সভাপতি বি. এম. আলমগীর, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা সাইফুল্লাহ, ধামালিয়া ইউনিয়নের আমীর মোস্তফা আহমেদ চৌধুরী, রুদাঘরা ইউনিয়নের আমীর মোস্তফা কামাল, রঘুনাথপুর ইউনিয়নের আমীর বিল্লাল হোসেন, ডুমুরিয়া উপজেলা (উত্তর) ছাত্রশিবির সভাপতি মফিজুল ইসলাম এবং উপজেলা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য আমানউল্লাহ প্রমুখ।

দুপুর ১২টায় শাহপুর বাজারে গণসংযোগ শেষে এক হিন্দু সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। এতে বক্তব্য রাখেন ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সহসভাপতি ডা. হরিদাস মণ্ডল। বিকেলে থুকড়া আমভিটা বাজারে গণসংযোগ করেন। সন্ধ্যায় আমভিটা বাজারে হিন্দুদের সঙ্গে মতবিনিময় করেন খুলনা-৫ আসনের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার। রংপুর ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল মান্নান গাজীর সভাপতিত্বে এবং ইউনিয়ন হিন্দু কমিটির সভাপতি তরুণ কুমার সরকারের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা আল মুজাহিদ, এডভোকেট আবু ইউসুফ মোল্লা, উপজেলা আমীর মাওলানা মোক্তার হোসেন, উপজেলা নায়েবে আমীর গাজী সাইফুল্লাহ, ভারপ্রাপ্ত সেক্রেটারি আব্দুর রশীদ বিশ্বাস ও রংপুর ইউনিয়ন সেক্রেটারি রাশিদুল ইসলাম প্রমুখ।

সেক্রেটারি জেনারেল আরও বলেন, তাগুতের সব ষড়যন্ত্রকে মেধার শক্তি ও নৈতিক আদর্শ দিয়ে মোকাবিলা করতে হবে। আজকাল দেখা যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় জামায়াত-শিবিরকে জড়িয়ে বিভিন্ন প্রকার মিথ্যা ও ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে। তথ্যপ্রযুক্তির যথাযথ জ্ঞান অর্জন করে বিরোধীদের অপপ্রচারের সঠিক ও তথ্যভিত্তিক জবাব দিতে হবে। ডাকসু, জাকসু, চাকসু ও রাকসুতে ছাত্রশিবির তার প্রতিভার স্বাক্ষর রেখেছে। সারা দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজ ছাত্র সংসদে ছাত্রশিবিরের এই অগ্রযাত্রা ধরে রাখতে হবে। ইসলামী ছাত্রশিবির সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের সমস্যায় সবসময় পাশে থাকবে। লেখাপড়ার পাশাপাশি আগামী নির্বাচনেও ছাত্রশিবির তাদের প্রতিভার স্বাক্ষর রাখবে বলে আমি আশা করি। তথ্যপ্রযুক্তির মাধ্যমে জামায়াতের কল্যাণমুখী দেশগঠনের ইতিবাচক রাজনীতি জনগণের কাছে তুলে ধরার পাশাপাশি ময়দানেও ব্যালট বিপ্লবে ভূমিকা রাখবে।

একটি পক্ষ জামায়াতের গণজোয়ার রুখে দিতে ষড়যন্ত্র চালাচ্ছে— উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, “জামায়াত ঘের দখল করে না, জমি দখল করে না, বালু উত্তোলন করে না। জামায়াত ক্ষমতায় গেলে দেশে বেকার থাকবে না। কারিগরি শিক্ষার মাধ্যমে দেশের বেকারত্ব দূর করা হবে। সৃষ্টিকর্তার বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হলে হিন্দু-মুসলিম সবাই ভালো থাকবেন।”

স্বাধীনতার ৫৪ বছরে তিনটি দল— আওয়ামী লীগ ২১ বছর, বিএনপি ১৫ বছর এবং জাতীয় পার্টি ৯ বছর ক্ষমতায় ছিল— জানিয়ে গোলাম পরওয়ার আরও বলেন, “তারা দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারেনি, করেছে নিজেদের পরিবর্তন। ক্ষমতায় যায়নি শুধু জামায়াতে ইসলামী। এবার জামায়াতে ইসলামিকে ভোট দিয়ে পরীক্ষা করুন। এ কথা বলতে পারি, জামায়াত ঘুষ, চাঁদাবাজি, সন্ত্রাস করে না। দেশে দুর্নীতি ও লুটপাট থাকবে না। দেশের মানুষকে ভালো রাখবে, ইনশাআল্লাহ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ