আজ : মঙ্গলবার ║ ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

চট্টগ্রামে নির্মাণাধীন ভবনের ছাদ ভেঙে ঘটনাস্থলেই শ্রমিকের মৃত্যু

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়ায় নির্মাণাধীন ভবনের ছাদের অংশ ভেঙে পড়ে ঘটনাস্থলেই এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে নয়টায় উপজেলার সদর ইউনিয়নের রশিদারপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম হেলাল উদ্দীন (৩৫)। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়ার কামাল উদ্দীনের ছেলে।

তার সঙ্গে কাজ করতে আসা আরেক নির্মাণ শ্রমিক আব্দুল খলিল জানান, সকালে ভবনে কাজ করতে গিয়ে হেলালের ওপর নির্মাণাধীন ছাদের অংশ ভেঙে পড়ে তার মৃত্যু হয়েছে।

লোহাগাড়া থানার উপপরিদর্শক জাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করি। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ