
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ৩১ দফার রুপরেখা আগামী দিনে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার সুদূর প্রসারী পরিকল্পনা। দেশ ও জাতির এই সংকটকালে ৩১দফা রাষ্ট্র মেরামতের জন্য একটি সুস্পষ্ট, বলিষ্ঠ ও বাস্তবভিত্তিক রূপরেখা। যা বাস্তবায়ন হলে দেশে ন্যায়বিচার, সুশাসন ও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। বিএনপির মিথ্যা প্রতিশ্রুতিতে নয় কর্মে বিশ্বাসী। বিএনপি ক্ষমতায় এলে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করবে। আমাদের নেতা তারেক রহমান ঘোষণা দিয়েছেন বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড ও কৃষকদের জন্য ফার্মাস কার্ড দেয়া হবে। এক কোটি মানুষের কর্মসংস্থান করা হবে। চিকিৎসাসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছিয়ে দেওয়া হবে। তিনি অনুধাবন করতে পেরেছেন দেশকে যদি এগিয়ে নিতে হয় প্রতিটি খাতেই গুরুত্ব দিতে হবে। তাই আমাদের কর্তব্য প্রতিটি ভোটারের কাছে গিয়ে তারেক রহমান এর বার্তা পৌঁছিয়ে দেওয়া। রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১দফা তাদের কাছে তুলে ধরতে হবে।
রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ১৮নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে বৃহত্তর বাকলিয়াস্থ কুমিল্লাবাসীর উদ্যোগে আয়োজিত “মতবিনিময় সভায়” প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচন হলে এবং বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রই ধানের শীষের বিজয়কে ঠেকাতে পারবে না। আগামী নির্বাচনে ধানের শীষের নিংকুশ বিজয় নিশ্চিত করতে হলে দলের নেতাকর্মীদের আর ঘরে বসে থাকা চলবে না। প্রতিটি পাড়া-মহল্লায় ও ঘরে ঘরে গিয়ে নির্বাচনের প্রচারণা চালাতে হবে। আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই ৩১দফার দফার ভিত্তিতে সকলের জন্য ক্ষুধা ও দারিদ্রমুক্ত একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলবো।
মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু।
বিএনপি নেতা কামাল হোসেন দুলাল এর সভাপতিত্বে ও মো. ফারুক এর পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী নবাব খান, চান্দগাঁও থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভুইয়া, মহানগর কৃষক দলের যুগ্ম আহবায়ক নাজমুল হক নাজু,বিএনপি নেতা আইয়ুব খান, আব্দুল নবী সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।