আজ : রবিবার ║ ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৭শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

শিবিরকে শিক্ষার্থীদের থেকে দূরে রাখতে মিডিয়া ট্রায়াল চলেছে: কক্সবাজারে চাকসু ভিপি

দেশচিন্তা ডেস্ক: কীভাবে ছাত্রশিবিরকে শিক্ষার্থীদের থেকে দূরে রাখা যায়, কীভাবে শিবিরকে ভিন্নভাবে উপস্থাপন করা যায়, সেভাবে মিডিয়া ট্রায়াল চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) মো. ইব্রাহিম হোসেন রনি।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে কক্সবাজার সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবির আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

ইব্রাহিম হোসেন রনি বলেন, ক্যারিয়ার গঠনে শিক্ষার্থীদের টার্গেট ঠিক করতে হবে। সেই টার্গেট অনুযায়ী এগুতে হবে। আর সমৃদ্ধ ক্যারিয়ার গঠনের প্রথম সিঁড়ি হলো ইন্টারমিডিয়েট। ছাত্রশিবির দেশব্যাপী স্বপ্নবাজ তরুণ তৈরি করতে চায়, যাদের ছোঁয়ায় একদিন বদলে যাবে এই দেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের অধ্যাপক ড. কাজী মো. বরকত আলী।

তিনি বলেন, ইন্টারমিডিয়েট ক্যারিয়ার গঠনের অনন্য সুযোগ। তাই অবহেলা না করে এই সুযোগকে কাজে লাগাতে হবে। পথচলায় প্রতিটি শিক্ষার্থীকে পিতা-মাতাকে শ্রদ্ধা, দেশপ্রেম ও ধর্মের প্রতি আনুগত্য থাকতে হবে। তবেই জীবনের প্রতিটি স্তরে সফলতা আসবে।

কক্সবাজার সরকারি কলেজ শিবিরের সভাপতি আইয়ুব আনসারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন শিবিরের কেন্দ্রীয় মাদ্রাসা কার্যক্রম সম্পাদক
আলাউদ্দিন আবির, সাবেক জেলা সভাপতি শফিউল আলম খন্দকার, মোহাম্মদ শাহজাহান, বর্তমান জেলা সভাপতি আব্দুর রহিম নূরী প্রমুখ।

প্রসঙ্গত, গত ১৫ অক্টোবর ৩৫ বছর পর অনুষ্ঠিত চাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্প্রীতির শিক্ষার্থী জোটের’ প্রার্থীরা ভিপি-জিএসসহ ২৪টি পদে জয়লাভ করেন।

ভিপি পদে নির্বাচিত মো. ইব্রাহিম হোসেন রনি ৭ হাজার ৯৮৩ ভোট পেয়েছেন। তিনি চট্টগ্রাম মহানগর (দক্ষিণ) শিবিরের সভাপতি ও চবির ইতিহাস বিভাগের এমফিলের শিক্ষার্থী।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ