
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর মোশাররফ আলী মিয়া বাজারে সর্বস্তরের মানুষের মাঝে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম পৌঁছে দিয়ে ধানের শীষে ভোট চান নব্বইয়ের গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক, জুলাই যোদ্ধা, রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাম জেলা সেক্রেটারি, ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সংগঠক ও কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা এবং বাঁশখালী (চট্টগ্রাম-১৬) আসনের গণমানুষের নেতা অ্যাডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট সাধারণ মানুষের হাতে তুলে দেন চট্টগ্রাম-১৬ আসনের ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী এই সাবেক সফল ছাত্রনেতা অ্যাডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন।