
দেশচিন্তা ডেস্ক: রাঙামাটির দেবাশীষনগর এলাকায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
শুক্রবার (১৭ অক্টোবর) গভীর রাতে নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ।
নিহতের নাম আর্থি দেওয়ান (১৮)। তিনি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার রিপিট দেওয়ানের মেয়ে ও রাঙামাটি সরকারি মহিলা কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, পদার্থবিজ্ঞানে ফেল করায় আর্থি মানসিকভাবে ভেঙে পড়েন। ফল প্রকাশের পর থেকেই তিনি হতাশায় ভুগছিলেন।
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিক্ষার্থীটি আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
পড়েছেনঃ ১১