
দেশচিন্তা ডেস্ক: হুজুর গাউছে পাক হযরত আবদুল কাদের জিলানী (রা.) এমন এক মাদারজাত অলি ছিলেন যিনি মায়ের গর্ভে থাকাকালীন ১৮ পারা পবিত্র কোরআন শরীফ হেফজ করেছিলেন। অসহায় মহিলার হতাশা দূরীকরণে মহিলার মেয়ে সন্তানদেরকে পুরুষ সন্তানে রূপান্তরিত করে দিয়েছিলেন সেই থেকে আজ পর্যন্ত পৃথিবীর যেকোন প্রান্ত থেকে যেকোন অলি প্রেমিক হুজুর গাউছে পাকের সাহায্য কামনা করলে সাথে সাথে সাহায্যের হাত বাড়িয়ে অলি প্রেমিকদের আশা পূরণ করে দেন। আমার পীর ও মোর্শেদ বাবাজান কেবলা গাউছে যমান পীরে তরিকত্ব হযরতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ আজিজুল হক আল কাদেরী (রহ.) আজীবন হুজুর গাউছে পাক হযরত আবদুল কাদের জিলানী (রা.)’র আদর্শ ধারন করে জীবন অতিবাহিত করার জন্য নসীহত করে যান। আমার বাবাজান কেবলার অছিয়ত হিসেবে প্রতি বৎসরের ন্যায় এবছরও হুজুর গাউছে পাকের স্মরণে ফাতেহায়ে ইয়াজদাহু উদ্যাপন করতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি এবং হুজুর গাউছে পাকের আদর্শ আমরণ ধারণ করে বাকী জীবন অতিবাহিত করতে পারি মত আল্লাহর দরবারে ফরিয়াদ করছি।
গত ১৫ অক্টোবর ২০২৫ইং আন্জুমানে কাদেরীয়া চিশতিয়া আজিজিয়া চট্টগ্রাম মহানগর শাখা’র উদ্যোগে পুরাতন টি এন্ড টি রোডস্থ খানকায়ে কাদেরীয়া চিশতিয়া আজিজিয়া আলিয়ায় পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম এবং গাউছে যমান, মুর্শেদে বরহক, আল্লামা শাহসূফি মুহাম্মদ আজিজুল হক আল কাদেরী (রহ)’র মাসিক ফাতেহা শরীফ উপলক্ষে আজিমুশ্শান মিলাদ মাহফিলে ছিপাতলী দরবারে আজিজিয়া আলিয়া শরীফের সাজ্জাদানশীন পীরে তরীক্বত হযরতুলহাজ্ব আল্লামা শাহ্ সূফি অধ্যক্ষ আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আল কাদেরী (মাঃজিঃআ) সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। শাহজাদা মাওলানা গোলাম মঈন উদ্দীন আল কাদেরী সহ অসংখ্য আলেম, ওলামা, আশেক ভক্তগণের উপস্থিতিতে মিলাদ কিয়াম, তাবারুক বিতরণ ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত করা হয়।