
দেশচিন্তা ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচনে ডা. এস এম খালিদুজ্জামানকে বিজয়ী করার লক্ষ্যে ঢাকা-১৭’র প্রতিটি ঘরে তার সালাম ও দাঁড়িপাল্লার দাওয়াত পৌঁছে দিতে হবে বলে উল্লেখ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, আগামীর নির্বাচন শুধু ভোটের লড়াই নয়, এদেশের মানুষের জন্য এক উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণের লড়াই। এ লড়াইয়ে পূর্ণ দীনি চেতনা নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে।
শুক্রবার (১৭ অক্টোবর) ঢাকা-১৭ নির্বাচনী এলাকার রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
গুলশানের ইমানুয়েলস পার্টি সেন্টারে আয়োজিত এই সম্মেলনে আরও বক্তব্য দেন ঢাকা-১৭ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্যপ্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান।
সেলিম উদ্দিন আরও বলেন, জুলাই আন্দোলনের হাজারো শহীদ আর নতুন প্রজন্মের স্বপ্নপূরণে দেশের মানুষের একমাত্র আস্থার জায়গা বাংলাদেশ জামায়াতে ইসলামী।
জামায়াত নেতা বলেন, ইসলামী আন্দোলনের কর্মীরা কখনো অলস হয় না। কারণ, দেশ ও মানুষের সত্যিকারের কল্যাণকামীদের কোনো অবসর থাকতে পারে না। এর প্রকৃষ্ট উদাহরণ আমাদের প্রিয়নবী ও তাঁর সাহাবাগণের জীবনাদর্শ।
বিশেষ অতিথির বক্তৃতায় ডা. এস এম খালিদুজ্জামান বলেন, আমিরে জামায়াতের সুস্পষ্ট নির্দেশনা জামায়াত বিজয়ী হলে দেশের শাসক নয় সেবক হিসেবে ভূমিকা রাখবে। যার প্রমাণ আমরা পাচ্ছি সাম্প্রতিক সময়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ীদের কর্মতৎপরতা।
রোকন সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। রোকন সম্মেলনের দ্বিতীয় পর্বে আগামী নির্বাচনে ঢাকা-১৭ আসনে দায়িত্ব পালনকারী পোলিং এজেন্টদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।