আজ : বৃহস্পতিবার ║ ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৪শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাতপরিচয় যুবকের

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর পৌনে ২টার দিকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস সীতাকুণ্ড স্টেশন অতিক্রম করার সময় এক যুবক ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান। তার মুখে দাড়ি ছিল, পরনে ছিল চেক লুঙ্গি ও বেগুনি-কমলা রঙের গেঞ্জি।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফ ছিদ্দিক বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মৃত যুবকের নামপরিচয় এখনো জানা যায়নি। আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ