
দেশচিন্তা ডেস্ক: কক্সবাজারের উখিয়ায় পৃথক দুটি স্থান থেকে এক রোহিঙ্গা যুবক ও এক স্থানীয় নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৫ অক্টোবর) বিকেল ও রাতে এসব লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক।
উখিয়া থানা সূত্রে জানা গেছে, প্রথম ঘটনাটি ঘটে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পূর্ব লেঙ্গুরবিল গ্রামে। স্থানীয় বাসিন্দা মো. আলম (৩৮) সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে প্রাণ হারান। তিনি বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মো. আলম ওই এলাকার মৃত ওর কালুর ছেলে।
অন্যদিকে, উখিয়ার ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ওয়েস্ট ই-ব্লকে আমান উল্লাহর ছেলে জাহিদ আলম (২৫)-এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা শাহজাহান জানান, আলম প্রতিদিনের মতো দোকান থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় হঠাৎ একদল দুর্বৃত্ত এসে তাকে কুপিয়ে ধানক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জিয়াউল হক সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন একটি হত্যাকাণ্ড এবং একটি রহস্যজনক মৃত্যু হিসেবে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
এদিকে, দুটি মৃত্যুই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো কিছু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।