দেশচিন্তা নিউজ ডেস্ক:
মহান মুক্তিযুদ্ধের চেতনার সংগঠন বিজয় ৭১। অসাম্প্রদায়িক চেতনার একটি বাংলাদেশ বিনির্মাণে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রজন্মের কাছে ছড়িয়ে দেয়ার লক্ষে এ সংগঠন শিক্ষামূলক বিভিন্ন তথ্যাদি সেমিনার বৃত্তি প্রদান এবং বিভিন্ন উন্নয়নমূলক সাংষ্কৃতিক আয়োজনের মাধ্যমে বঙ্গঁবন্ধুর সোনার বাংলা বিনির্মাণের স্বপ্নকে বাস্তব রুপ দিতে জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ও পদক্ষেপের মধ্যে সমন্বয় সাধন করে কাজ করার অঙ্গীকারে আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা: দিপু মনির সাথে আজ ২২ জানুয়ারী সৌজন্য সাক্ষাতে মিলিত হন। বিজয় ৭১ এর নব-নির্বাচিত সভাপতি নাট্যজন সজল চৌধুরী, কার্যকরী সভাপতি মো: জসিম উদ্দিন, প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক ডা: আর কে রুবেল, সাধারণ সম্পাদক ডা: মো: জামাল উদ্দিন। এ সময়ে শিক্ষামন্ত্রীকে সংগঠনের বিগত কার্যক্রম সম্পর্কে অবহিত করলে তিনি অভিনন্দন ও শুভ কামনা জানান এবং আগামীতে এ সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত থাকার অঙ্গীকার প্রদান করেন।