আজ : রবিবার ║ ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ║ ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শিক্ষামন্ত্রীর সাথে বিজয় ৭১ এর সৌজন্য সাক্ষাত

দেশচিন্তা নিউজ ডেস্ক:

মহান মুক্তিযুদ্ধের চেতনার সংগঠন বিজয় ৭১। অসাম্প্রদায়িক চেতনার একটি বাংলাদেশ বিনির্মাণে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রজন্মের কাছে ছড়িয়ে দেয়ার লক্ষে এ সংগঠন শিক্ষামূলক বিভিন্ন তথ্যাদি সেমিনার বৃত্তি প্রদান এবং বিভিন্ন উন্নয়নমূলক সাংষ্কৃতিক আয়োজনের মাধ্যমে বঙ্গঁবন্ধুর সোনার বাংলা বিনির্মাণের স্বপ্নকে বাস্তব রুপ দিতে জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ও পদক্ষেপের মধ্যে সমন্বয় সাধন করে কাজ করার অঙ্গীকারে আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা: দিপু মনির সাথে আজ ২২ জানুয়ারী সৌজন্য সাক্ষাতে মিলিত হন। বিজয় ৭১ এর নব-নির্বাচিত সভাপতি নাট্যজন সজল চৌধুরী, কার্যকরী সভাপতি মো: জসিম উদ্দিন, প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক ডা: আর কে রুবেল, সাধারণ সম্পাদক ডা: মো: জামাল উদ্দিন। এ সময়ে শিক্ষামন্ত্রীকে সংগঠনের বিগত কার্যক্রম সম্পর্কে অবহিত করলে তিনি অভিনন্দন ও শুভ কামনা জানান এবং আগামীতে এ সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত থাকার অঙ্গীকার প্রদান করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ