আজ : বৃহস্পতিবার ║ ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৪শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

জুঁইদন্ডী আদর্শ উচ্চ বিদ্যালয়ে টাইফয়েড টিকা গ্রহণের প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত

দেশচিন্তা ডেস্ক: আগামীকাল (১৬ অক্টোবর) সকাল ৯.০০ টায় দেশব্যাপী টাইফয়েড টীকাদান কর্মসূচির অংশ হিসেবে জুঁইদন্ডী আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রভুক্ত সকল শিক্ষার্থীদের নিয়ে টিকা গ্রহণের প্রস্তুতিমূলক ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়।

সহকারী প্রধান শিক্ষক এস. এম. মাসুদ এর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ সমাবেশে নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ এনামুল হক এবং সহকারী শিক্ষক সুহাইল রানা।

বক্তব্যে প্রধান শিক্ষক মুহাম্মদ এনামুল হক বলেন, “আগামীকাল সকল শিক্ষার্থীকে যথারীতি ক্লাস সময়ে বিদ্যালয়ে উপস্থিত হতে হবে, তবে ব্যাগ বা বই আনার প্রয়োজন নেই। আসার সময় ঢিলেঢালা পোশাক পরিধান করবে এবং ভারী খাবার গ্রহণ করে আসবে।”

তিনি আরও বলেন, “টিকা গ্রহণ শেষে শিক্ষার্থীরা বিশ্রামাগারে মহিলা ও পুরুষ শিক্ষকদের তত্ত্বাবধানে বিশ্রাম নেবে এবং পরবর্তীতে সুবিধাজনক সময়ে বিদ্যালয় ত্যাগ করবে।”

সহকারী শিক্ষক সুহাইল রানা বলেন, “এই টিকা গ্রহণ কর্মসূচি সারাদেশব্যাপী চলছে। এ টিকার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই—আমরা ইতিমধ্যে বিভিন্ন স্থানে খোঁজ নিয়েছি, ভয় বা আশঙ্কার কোনো কারণ নেই।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক ইনাম উদ্দীন, শাবনুর আক্তার, কুমকুম আক্তার, মুহাম্মদ ইউছুফ প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ