
দেশচিন্তা ডেস্ক: কবি ও কথাসাহিত্যিক জসিম উদ্দিন মনছুরির বড় সন্তান সাফওয়ান হাকিম রিহান এবং ফাইরুজ নাওয়ার কায়েনাত বাকলিয়া দারুস সুন্নাহ্ মডেল মাদ্রাসা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে যথাক্রমে পঞ্চম শ্রেণিতে তৃতীয় স্থান ও দ্বিতীয় শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেছেন।
সাফওয়ান হাকিম রিহান বর্তমানে মজিদিয়া আলিম মাদ্রাসায় পঞ্চম শ্রেণিতে এবং ফাইরুজ নাওয়ার কায়েনাত একই প্রতিষ্ঠানে দ্বিতীয় শ্রেণিতে অধ্যয়নরত। উভয়ে সকলের দোয়া প্রার্থী।
উল্লেখ্য, তারা দুজনই বাঁশখালীর প্রখ্যাত আলেমেদ্বীন আলহাজ মাওলানা মোঃ আলীর নাতি ও নাতনি।
পড়েছেনঃ ১৪