আজ : মঙ্গলবার ║ ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২২শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

৩৫ বছর পর চাকসু নির্বাচন কাল: পাঁচ অনুষদ ভবনে ভোটগ্রহণ

দেশচিন্তা ডেস্ক: দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত কেন্দ্রীয় ছাত্র সংসদ—চাকসু নির্বাচন। ৩৫ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে সব প্রস্তুতি শেষ হয়েছে। আগামী বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনের ৬০টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে।

প্রার্থী ও ভোটার সংখ্যা : বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে ৯০৭ জন প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ৪১৫ জন এবং হল সংসদে ৪৯২ জন প্রার্থী রয়েছেন।

নারী প্রার্থী ৪৮ জন, আর পুরুষ প্রার্থী ৩৬৬ জন। মোট ভোটার সংখ্যা ২৭,৫১৭ জন—এর মধ্যে ছাত্র ১৬,০৮৪ এবং ছাত্রী ১১,৪৩৪ জন।

প্রত্যেক ভোটারকে ৪০টি ভোট দিতে হবে—২৬টি কেন্দ্রীয় সংসদের জন্য, ১৪টি হল সংসদের জন্য।

চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন জানান, “ভোট হবে ব্যালটে, গণনা করা হবে ওএমআর পদ্ধতিতে। একজন ভোটারের ভোট দিতে গড়ে ১০ মিনিট সময় লাগতে পারে, তবে কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি।”

কোন অনুষদে কত ভোটার : প্রকৌশল অনুষদ (আইটি ভবন): সোহরাওয়ার্দী হলের ৪,০৩৬ ভোটার।

কলা ও মানববিদ্যা অনুষদ (শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবন): ৫,২৬৩ ভোটার।

শাহজালাল হল: ২,৬৬৬, এএফ রহমান হল: ১,৩০৭, আলাওল হল: ১,২৯০,

বিজ্ঞান অনুষদ ভবন: ৪,৫৩৮ ভোটার। শাহ আমানত হল: ২,২৪৭, শহীদ আবদুর রব হল: ১,৭৭৫, সূর্য সেন হল: ৫১৬, সমাজবিজ্ঞান অনুষদ (ড. মুহাম্মদ ইউনূস ভবন): ৬,৬০৬ ভোটার।

নবাব ফয়জুন্নেছা হল: ১,১৭৯, শামসুন্নাহার হল: ২,২৯১, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল: ২,৪৮৭, অতীশ দীপঙ্কর হল: ৬৪৯, ব্যবসায় প্রশাসন অনুষদ ভবন: ৭,০৭৩ ভোটার।

প্রীতিলতা হল: ২,৫৫৫, বিজয় ২৪ হল: ২,৬০৪, শহীদ ফরহাদ হোসেন হল: ১,৭৬০, শিল্পী রশিদ চৌধুরী হোস্টেল: ১৫৪।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোট গ্রহণ শান্তিপূর্ণ রাখতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি কক্ষে ৪০০–৫০০ শিক্ষার্থী ভোট দেবেন।

প্রতিটি অনুষদের ডিনকে রিটার্নিং অফিসার, এবং বিভাগীয় চেয়ারম্যানদের প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার রাত থেকে ক্যাম্পাসে শিক্ষার্থী ছাড়া অন্য কেউ থাকতে পারবেন না।

ভোট শেষে প্রতিটি কেন্দ্রে তাৎক্ষণিকভাবে গণনা হবে এবং ফলাফল সেখান থেকেই ঘোষণা করা হবে।

চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে ব্যবসায় প্রশাসন অনুষদের অডিটোরিয়ামে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ