আজ : মঙ্গলবার ║ ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২২শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ইসলামী রাষ্ট্র কায়েম ছাড়া মানুষের প্রকৃত কল্যাণ সম্ভব নয় : শাহজাহান চৌধুরী   

সাতকানিয়া সংবাদদাতা :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, ইসলামই মানবজাতির একমাত্র মুক্তির পথ। ইসলামী রাষ্ট্র কায়েম ছাড়া মানুষের প্রকৃত কল্যাণ সম্ভব নয়। এজন্য জামায়াতে ইসলামী প্রতিষ্ঠার পর থেকে অবিরাম নির্যাতন, নিপীড়ন ও ষড়যন্ত্র সহ্য করেও একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, ইসলামী আন্দোলনের এ মহাস্রোত রোধ করার ক্ষমতা কারও নেই।

তিনি গতকাল শুক্রবার সকালে সাতকানিয়া সদর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এলাকাবাসীর সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন, সাতকানিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আজিজুল হক এবং সঞ্চালনা করেন সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জালাল উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ ইসহাক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এনামুল হক, সদর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মাহমুদুল হক ও তামাকুমন্ডি লেইন বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলিম।

বক্তারা বলেন, ইসলামই মানবতার মুক্তির একমাত্র দিশা। এ আন্দোলনের কর্মীরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নিজেদের জীবন উৎসর্গ করে যাচ্ছে। অবিচার, দুর্নীতি, শোষণ আর জুলুমের অন্ধকার ভেদ করে আলোর পথে সমাজকে এগিয়ে নিতে তারা দৃঢ় প্রত্যয়ে অগ্রসর হচ্ছে। জনগণকেই ইসলামী আন্দোলনের কাতারে শামিল হয়ে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের সংগ্রামকে এগিয়ে নিতে হবে।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ