
দেশচিন্তা নিউজ ডেস্ক:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ নিরষ্কুশ জয় পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম। ০২ জানুয়ারী বুধবার গণভবনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফুল দিয়ে অভিনন্দন জানান। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়, জনগণের বিজয়। নেতাকর্মীর অক্লান্ত পরিশ্রম ও সাধারণ জনগণ উন্নয়নের পক্ষে তাদের রায় দিয়েছে। উন্নত বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নের গুরুদায়িত্ব নিয়ে নতুন সরকার কাজ করবে।
দলমত নির্বিশেষে দেশের সব মানুষের দায়িত্বই এখন আমার উপর। আমি সবাইকে সাথে নিয়ে দেশের উন্নয়নে কাজ করে যাবো।
Post Views: ৩৩২