আজ : রবিবার ║ ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চট্টগ্রামে তারুণ্যের উচ্ছ্বাসের ‘পরানের গহীন ভিতর’ সৈয়দ শামসুল হক মৃত্যুবার্ষিকী স্মরণে

দেশচিন্তা ডেস্ক:

সব্যসাচী লেখক ও কবি সৈয়দ শমসুল হক এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ছিলো আজ। এ উপলক্ষ্যে তাঁর স্মরণে বাচিক শিল্প চর্চা কেন্দ্র তারুণ্যের উচ্ছ্বাস এক আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করেছে। নগরীর আন্দরকিল্লাস্থ সংগঠনের সম্মিলন কক্ষে ‘পরানের গহীন ভিতর’ শিরোনামের এ আয়োজনে ছিল সৈয়দ শমসুল হক এর কবিতার একক ও দ্বৈত আবৃত্তি। ২৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন তারুণ্যের উচ্ছ্বাস তারুণ্যের উচ্ছ্বাস সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী মো: মুজাহিদুল ইসলাম। এরপর আবৃত্তিশিল্পী মৌ দত্তের সঞ্চালনায় আবৃত্তি পর্বের শুরুতে নাদিয়া সুলতানা চৌধুরী আবৃত্তি করেন কবির বিখ্যত ‘নুরলদিনের সারাজীবন’ কবিতাটি। এরপর সানজিদা আফরোজ আবৃত্তি করেন ‘কাঁদছিলো, কেই কাঁদছিলো’ কবিতাটি। একেএকে আবৃত্তি করেন সংগঠনের আবৃত্তিশিল্পী রত্না চৌধুরী, ইতি দাশ, রাহুল ঘোষ দস্তিদার, রুম্পা বিশ্বাস, শাফায়াতুন্নেছা, সৌমেন দাশ, সোহেল রানা, অরিত্রি চৌধুরী, অরনিম চৌধুরী, খাদিজা বেগম, প্রান্তি দেব, কামরুন্নাহার আকতার, আনিকা ইবনাত, সাদিয়া চৌধুরী, আফজাল খান, তাওহীদা শারমিন, পম্পি দে, রুবেল দাশগুপ্ত, রাস্কীন চক্রবর্ত্তী, নূর হাসি। শিল্পীরা সৈয়দ শামসুল হকের তুমি শুধু তুমি, কিছু শব্দ উড়ে যায়, একুশের কবিতা, পরানের গহীন ভিতর, আমার পরিচয়, একই বুঝি মানুষ বলে সহ বিভিন্ন কবিতার একক ও দ্বৈত আবৃত্তির মধ্য দিয়ে পরিবেশন করেন। অনুষ্ঠানটির নির্দেশনায় চিলেন আবৃত্তিশিল্পী সাইদুর রহমান সিফাত।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ