আজ : মঙ্গলবার ║ ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২২শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সাংবাদিকের ওপর হামলাকারীরা যেন রাজনৈতিক আশ্রয় না পায়: আনোয়ার সিদ্দিক

দেশচিন্তা ডেস্ক: সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী।

রবিবার (৫ অক্টোবর) রাতে তিনি আহত সাংবাদিকদের দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান। এ সময় আনোয়ার সিদ্দিক বলেন, সাংবাদিকের ওপর হামলাকারীরা যেন কোনো ধরনের রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় না পায়।

তিনি আরো বলেন, সাংবাদিকদের ওপর এ ধরনের বর্বরোচিত হামলা শুধু ব্যক্তিগত আঘাত নয়, বরং এটি পুরো গণমাধ্যমের নিরাপত্তার ওপর এক বড় হুমকি। মুক্ত সাংবাদিকতা ও গণতান্ত্রিক সমাজব্যবস্থাকে টিকিয়ে রাখতে হলে এ ধরনের ঘটনার কঠোর বিচার নিশ্চিত করতে হবে।

অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে এলাকাটিতে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থার দাবি জানিয়ে তিনি বলেন, জঙ্গল সলিমপুর এলাকায় বারবার অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে। তাই সেখানে দ্রুত একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন এখন সময়ের দাবি।

এর আগে রবিবার (৫ অক্টোবর) বেলা ১১টার দিকে এখন টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ এবং চিত্র সাংবাদিক পারভেজ রহমান তথ্য সংগ্রহের জন্য জঙ্গল সলিমপুর এলাকায় গেলে দুর্বৃত্তদের একটি গ্রুপ আকস্মিকভাবে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা নির্মমভাবে মারধর করে তাদের ক্যামেরা ভাঙচুর করে এবং মানিব্যাগ, টাকা-পয়সা, ক্রেডিট কার্ডসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নেয়।

এ সময় সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারি ও এপিপি এডভোকেট হোসাইন মোহাম্মদ আশরাফ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ