আজ : মঙ্গলবার ║ ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২২শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

আগামী জাতীয় নির্বাচন হবে দেশের স্বাধীনতা–সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন

সাতকানিয়ায় মহিলা সমাবেশে শাহজাহান চৌধুরী

সাতকানিয়া সংবাদদাতা :

বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, আগামী জাতীয় নির্বাচন হবে দেশের স্বাধীনতা–সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার নির্বাচন। এ নির্বাচনে ইসলামের পক্ষে শক্তিকে বিজয়ী করার জন্য যেমন পুরুষদের অগ্রণী ভূমিকা রাখতে হবে, তেমনি নারীদেরকেও ঘরে ঘরে গিয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, “বর্তমানে দেশে পুরুষ ভোটারের তুলনায় মহিলা ভোটারের সংখ্যা বেশি। এই বিশাল সংখ্যাগরিষ্ঠ নারী সমাজ যদি দাড়িপাল্লার পক্ষে অঙ্গীকারবদ্ধ হয়, তবে ইনশাআল্লাহ বিজয় নিশ্চিত।” তিনি আরও বলেন, “নারী সমাজ শুধু ঘরের কাজেই সীমাবদ্ধ নয়, জাতি গঠনে, ইসলামী সমাজ বিনির্মাণে এবং ভোটের ময়দানে তাদের অবদান অপরিসীম। তাই আগামী নির্বাচনে ইসলামী আন্দোলনের বিজয় সুনিশ্চিত করতে নারীদের অগ্রভাগে থাকতে হবে।”ম

সোমবার (৬ অক্টোবর) সকালে সাতকানিয়ার একটি কমিউনিটি সেন্টারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতকানিয়া উপজেলা ও পৌরসভা জামায়াতের উদ্যোগে মহিলা দায়িত্বশীলদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন সাতকানিয়া জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি মিসেস ফাতেমা ইয়াসমিন এবং সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি তারেক হোসাইন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি মাওলানা আবুল ফয়েজ, সাতকানিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দিন, পৌরসভা জামায়াতের আমীর অধ্যক্ষ হামিদ উদ্দিন আজাদ, উপজেলা জামায়াতের সমাজসেবা সম্পাদক রফিকুল ইসলাম ও বাইতুলমাল সম্পাদক রফিক উদ্দিন। এছাড়া সমাবেশে আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম অঞ্চলের সাবেক পরিচালক মিসেস জোবাইদা মহসিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা বিভাগের সেক্রেটারি গুলশান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিসেস কামরুন নাহার, জেলা কর্ম পরিষদ সদস্য মিসেস জুনাতুন নেছা, মিসেস ফেরদৌসুন নাহার ফারজু এবং সাতকানিয়া পৌরসভা মহিলা বিভাগের সেক্রেটারি মিসেস সালেহা বেগম।

সমাবেশে বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে নারী সমাজকে ঘরে ঘরে ইসলামী দাওয়াত পৌঁছে দিতে হবে এবং দাড়িপাল্লা প্রতীককে বিজয়ী করার জন্য সর্বাত্মক ভূমিকা রাখতে হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ