আজ : মঙ্গলবার ║ ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২২শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

তরুণ প্রজন্মকে রাসুল (সা.) এর চরিত্র ও শিক্ষায় অনুপ্রাণিত হতে হবে: ভারপ্রাপ্ত আমির নজরুল ইসলাম

দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমির নজরুল ইসলাম বলেন, নবি করিম (সা.)-এর প্রতি ভালোবাসা কেবল আবেগ নয়, এটি জীবন গঠনের প্রেরণা। তাঁর আদর্শকে ধারণ করলেই সমাজে প্রকৃত শান্তি, ন্যায় ও মানবিকতা প্রতিষ্ঠা সম্ভব। নবীজির জীবন আমাদের জন্য পূর্ণাঙ্গ দিকনির্দেশনা। তিনি যে সমাজে দয়া, ন্যায় ও সৌহার্দ্য প্রতিষ্ঠা করেছিলেন আজকের বাংলাদেশেও সেই শিক্ষার প্রয়োজন রয়েছে। তরুণ প্রজন্মকে রাসুল (সা.) এর চরিত্র ও শিক্ষায় অনুপ্রাণিত হতে হবে।

শনিবার (০৪ অক্টোবর) সন্ধ্যায় চাঁদগাও থানা জামায়াতের উদ্যোগে বহদ্দারহাট পুলিশ বক্সের সামনে চাঁন্দগাও সংস্কৃতি সংসদ এর পরিবেশনায় নাতে রাসুল(সা.) সন্ধ্যা-২০২৫ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চান্দগাঁও সংস্কৃতি সংসদের আহবায়ক নুরুল মোস্তফা হেলালীর সভাপতিত্বে উক্ত নাতে রাসুল(সা.) সন্ধ্যায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট চিকিৎসক ডা. আবু নাছের, চান্দগাঁও থানা আমীর মো. ইসমাইল, থানা সেক্রেটারি জসিম উদ্দিন সরকার, সহকারী সেক্রেটারি মো. ওমর গনি, থানা শূরা ও কর্মপরিষদ সদস্য মুজিবুর রহমান, ইঞ্জিনিয়ার ওমর ফারুক, আব্দুল আজিজ শোয়াইব, আব্দুল কাদের পাটোয়ারী, অধ্যাপক মো. ইসমাইল প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ