দেশচিন্তা নিউজ ডেস্ক:
চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগের ৩১ নং ওয়ার্ডের আয়োজনে চট্টগ্রাম ০৯ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের সমর্থনে কর্মী সমাবেশে আজ ২০ ডিসেম্বর বিকেল ০৩টায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন। তিনি বলেন, চট্টগ্রামের উন্নয়নের স্বার্থে মুক্তিযুদ্ধের চেতনাকে অক্ষত রাখতে, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানের লক্ষে মা-বোনদেও কাছে নৌকা মার্কায় একটি একটি করে ভোট ভিক্ষা করছি। নৌকা জিতলে দেশের উন্নয়ন হবে। নারী সমাজের উন্নয়ন হবে।
প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম ০৯ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ব্যারিষ্টার মহিবুল হাসান নওফেল, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এ রশিদ, বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরী, ৩১ নং আলকরণ ওয়ার্ড কাউন্সিলর তারেক সোলায়মান সেলিম, নগর মহিলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর নীলু নাগ, যুগ্ম সাধারণ সম্পাদক মালেকা চৌধুরী। অনুষ্ঠানে নীভা নাথের সভাপতিত্বে অন্যান্যদেও মধ্যে উপস্থিত ছিলেন হুরে আরা বিউটি, আওয়ামীলীগ উপ-কমিটির সাবেক কেন্দ্রীয় সহ-সম্পাদক শওকত হোসাইন, যুবলীগনেতা প্রবীর দাশ তপু, নগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, খলিলুর রহমান নাহিদ, ডা. সজীব তালুকদার, সিটি কলেজ সাবেক জিএস রবিউল মান্নান জুয়েল, সেচ্ছাসেবকলীগ নেতা কাজল চৌধুরী, যুবলীগনেতা সঞ্জয় বড়–য়া, অনির্বাণ দাশ বাবু, রুবেল, মাসুম, ধীমান প্রমূখ। সঞ্চালনায় ছিলেন লুবনা হুমায়রা সুমি।