আজ : মঙ্গলবার ║ ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২২শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

জুলাই সনদ স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ পুনর্গঠনের জন্য অপরিহার্য: মুহাম্মদ শাহজাহান

দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, জুলাই সনদ স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ পুনর্গঠনের জন্য অপরিহার্য। জুলাই সনদের স্বীকৃতির মাধ্যমে আমরা আগামীতে একটি শক্তিশালী দেশ গঠন করতে সক্ষম হবো। অন্যথায় আবারো আমাদের কে পুরাতন বন্দোবস্তের নিকট বন্দি থাকতে হবে। জামায়াতে ইসলামী দলীয় দৃষ্টিভঙ্গিতে নয় বরং দেশ ও দেশের মানুষের বৃহত্তর স্বার্থ কে অগ্রাধিকার দিয়ে পাঁচ দফা দাবিতে দেশব্যাপী আন্দোলন চালিয়ে যাচ্ছে। স্বাধীনতার চুয়ান্ন বছরে দেশের অনেক অগ্রগতি-উন্নতি হয়েছে কিন্তু এখনো পরিপূর্ণভাবে মানুষের মৌলিক অধিকার, বাক স্বাধীনতা, মানবাধিকার, ভোটাধিকার, শিক্ষা ও চিকিৎসার অধিকার নিশ্চিত হয়নি। বছরের বেশি সময় অতিবাহিত হলেও জুলাই গণ আন্দোলন দমনে জড়িত চিহ্নিত অপরাধীদের বিচার সম্পন্ন হয়নি।
জাতীয় নির্বাচনের ডেড লাইন ঘোষণা করলেও সকল দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। সামাজিক নিরাপত্তা ও মূল্যবোধ প্রতিষ্ঠা লাভ করেনি। আমরা দেশ পরিচালনার সুযোগ পেলে এহেন অবস্থার পরিবর্তনে কার্যকরী উদ্যোগ গ্রহণ করতে সচেষ্ট থাকবো। আমরা এই দেশ ও জাতি কে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চায়। বাংলাদেশ কে সমৃদ্ধ জনপদে পরিণত করতে চায়। তরুণ প্রজন্মের জন্য একটি সুখী সমৃদ্ধশালী সমাজ উপহার দিতে চায়।

০৩ অক্টোবর (জুমাবার) সকালে মহেশখালী উপজেলা উত্তর শাখা আয়োজিত তৃণমূল দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা আমীর মাস্টার নজরুল ইসলামের সভাপতিত্বে সেক্রেটারি মাওলানা বশীর আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও কক্সবাজার ২ আসন পরিচালক অধ্যাপক আবু তাহের চৌধুরী, জেলা সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, কর্মপরিষদ সদস্য জাকির হোছাইন, কক্সবাজার শহর সাংগঠনিক সেক্রেটারি কামরুল হাসান, মাওলানা উসমান গনি ও হাসান শরীফ রুবেল প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ