দেশচিন্তা নিউজ ডেস্ক:
ছাত্রসেনা পটিয়া হাইদগাঁও এম আই সিনিয়র মাদ্রাসার মহান বিজয় দিবস উপলক্ষে পরিস্কার বিতরণ ও আলোচনা সভার প্রধান অতিথি চট্টগ্রাম-১২ (পটিয়া) হতে ইসলামী ফ্রন্ট মনোনীত দলের মহাসচিব মোমবাতি প্রতীকে সংসদ পদপ্রার্থী জননেতা এম এ মতিন বলেন, সর্বস্তরের মানুষের অধিকার নিশ্চিত করতে আমাদের আরেকটি বিজয় দরকার। বিজয়ের দীর্ঘকাল আমরা অতিক্রম করলেও এখনও মানুষ না খেয়ে মারা যায়। এখনও বিজয়ের গন্তব্যে আমরা পৌঁছতে পারি নাই। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মোমবাতি প্রতীকে ভোট দিয়ে গণমানুষের অধিকার তাদের ঘর দোয়ারে পৌছে দেওয়ার একবার সুযোগ দিন। আজ ১৮ ডিসেম্বর হাইদগাঁও গাউসিয়া কমিউনিটি সেন্টারে ছাত্রনেতা মহিমের সভাপতিত্বে ফরহাদ ও হেলালের উপস্থাপনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা এইচ এম শহীদুল্লাহ ও প্রধান বক্তা ছিলেন ছাত্রসেনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি দিদার কাদেরী। অতিথি ছিলেন মাওলানা এনাম রেযা, যুবনেতা শায়ের এমদাদুল ইসলাম, মাওলানা নুরুল হাকিম, জননেতা মাস্টার আলী খান, মাস্টার আবুল কাশেম, মাওলানা বখতেয়ার হামিদ, মাওলানা আবু সালেহ, আবুল কালাম লিটন, যুবনেতা গোলাম আলী কুতুব, ছাত্রনেতা জোবায়ের, আবুল বশর, সংবধীয় অতিথি ছিলেন মাদ্রাসা শাখার সাবেক ছাত্রসেনার সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ আকতার। আরও বক্তব্য রাখেন ছাত্রনেতা নাজিম উদ্দিন, আবু মুছা, পারভেজ, বাবলু, সাইফু, ফখরুদ্দীন, মিসকাত প্রমুখ।