আজ : শুক্রবার ║ ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৫শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সমস্ত সম্প্রদায়ের জনগোষ্ঠী নিয়ে পরিকল্পিত সুন্দর শহর গড়ে তুলবো : মেয়র

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিজয়া দশমী বিহিত পূজা ও প্রতিমা বিসর্জন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

বৃহস্পতিবার (০২ অক্টোবর) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে প্রতিমা নিরঞ্জন অনুষ্ঠানের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক অর্পন কান্তি ব্যানার্জী, সভাপতি (ভারপ্রাপ্ত), বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চট্টগ্রাম মহানগর।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, আমরা চট্টগ্রামকে একটি শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের নগরী হিসেবে গড়ে তুলতে চাই। এই শহরে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে উৎসব পালন করছে। প্রতিটি ধর্মীয় উৎসবকে সবার উৎসব হিসেবে উদযাপন করার মাধ্যমে আমরা প্রকৃত নাগরিকত্বের বহিঃপ্রকাশ ঘটাতে পারবো। চট্টগ্রাম সিটি কর্পোরেশন সর্বদা চেষ্টা করছে যাতে ধর্মীয় উৎসব নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। ভবিষ্যতেও আমরা সমস্ত সম্প্রদায়ের জনগোষ্ঠীকে নিয়ে একটি পরিকল্পিত, আধুনিক ও সুন্দর শহর গড়ে তুলবো।

তিনি আরও বলেন, দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। পূজা উপলক্ষে নগরের বিভিন্ন মণ্ডপে সার্বিক সহযোগিতা প্রদান, বিদ্যুৎ ও আলোকসজ্জা সংস্কার, রাস্তা সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সিটি কর্পোরেশন সম্পন্ন করেছে।

সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট নিখিল কুমার নাথ বলেন, “চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়ের সহযোগিতায় আমরা নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পেরেছি। পূজার মণ্ডপগুলোতে নগর কর্তৃপক্ষ জ্বালানি খরচ বাবদ সহায়তা দিয়েছে, রাস্তা-ঘাট ও লাইট মেরামত করেছে এবং পরিবেশকে উৎসবমুখর করেছে। এজন্য আমরা কৃতজ্ঞ।”

তিনি জানান, এবারের প্রতিমা বিসর্জন চট্টগ্রামের চারটি প্রধান স্থানে হচ্ছে। এর মধ্যে পতেঙ্গা সমুদ্র সৈকতে প্রায় একশটি প্রতিমা, অভয়মিত্র ঘাটে ষাট থেকে সত্তরটি, কালুরঘাটে ত্রিশ থেকে চল্লিশটি এবং আনোয়ারার পারকি সমুদ্র সৈকতে আরও বেশ কিছু প্রতিমা বিসর্জন দেওয়া হবে।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, প্রকৌশলী আশিকুল ইসলাম, টুরিস্ট পুলিশ ইনচার্জ, এস এম কামরুজ্জামান, সমাজকল্যাণ ও সংস্কৃতি কর্মকর্তা মামুনুর রশীদ, পূজা উদযাপন পরিষদের সম্মানিত সভাপতি আশীষ দা, সহ-সভাপতি সাংবাদিক প্রদীপ শীল, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রতন চৌধুরী, বিপ্লব সেন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক অঞ্জন দত্ত, সাবেক সাধারণ সম্পাদক রত্নাকর দাস টুনু, শ্রী প্রকাশ দাস অসিত, হিল্লোল সেন প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ