আজ : শুক্রবার ║ ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৫শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

গাজাগামী নৌবহরে হামলা, ইতালিতে ধর্মঘটের ডাক

দেশচিন্তা ডেস্ক: অবরুদ্ধ গাজার জন্য ত্রাণ নিয়ে যাত্রা করা আন্তর্জাতিক মানবিক নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটকে দেয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে ইতালির সবচেয়ে বড় শ্রমিক সংগঠন দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। বহরের কিছু নৌযানে ইসরায়েলি সেনাদের জোরপূর্বক উঠে পড়েন এবং অভিযাত্রীদের আটক করেন। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে ইউরোপজুড়ে বিভিন্ন মানবাধিকার সংগঠন ও সাধারণ মানুষ।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এতথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ইতালির বিভিন্ন শহরে ইতোমধ্যেই শুরু হয়ে গেছে বিক্ষোভ। বুধবার সন্ধ্যায় নেপলসসহ কয়েকটি বড় শহরে ট্রেন চলাচল বন্ধ করে দেয় বিক্ষোভকারীরা। নেপলসের প্রধান রেলস্টেশন অবরোধ করে রাখা হয় দীর্ঘ সময়।

গাজার উপকূলের খুব কাছে পৌঁছালে ফ্লোটিলার আয়োজকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তাদের দিক পরিবর্তনের জন্য চাপ প্রয়োগ করে ইসরায়েলি বাহিনী। ইতালিয়ান সাংবাদিক লরেঞ্জো ডা’আগস্টিনো জানিয়েছেন, আলমা ও সিরিয়াসসহ বেশ কয়েকটি জাহাজ আটকে দিয়েছে ইসরায়েলি নৌবাহিনীর যুদ্ধজাহাজ।

তবে ৪৫ নৌযানের এই বহরের পেছনের দিকের কিছু জাহাজ এখনও গাজার দিকে যাত্রা অব্যাহত রেখেছে বলে জানান অংশগ্রহণকারী লুয়াই চারনি। ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, আমরা এখনও লক্ষ্যস্থলের পথেই আছি। এখন পর্যন্ত কেউ আমাদের থামায়নি।

ইসরায়েলি বাহিনীর আগ্রাসী আচরণের মুখে জরুরি অবস্থা জারি করে ফ্লোটিলা কর্তৃপক্ষ। আয়োজকরা জানান, নৌবহর ঘিরে ফেলার সময় বেশিরভাগ জাহাজ থেকেই সরাসরি সম্প্রচার কার্যক্রম বন্ধ হয়ে যায়।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলাতে রয়েছে ৪৫টি বেসামরিক নৌকা ও জাহাজ। এগুলোতে বিশ্বের ৪০ দেশের প্রায় ৫০০ মানবাধিকারকর্মী, আইনজীবী, আইনপ্রণেতা ও সমাজকর্মী রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন আটক সুইডিশ জলবায়ু আন্দোলনের কর্মী গ্রেটা থুনবার্গও।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ