আজ : বুধবার ║ ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৩শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

টেকনাফের মাদক সম্রাট আবু তালেব আটক

দেশচিন্তা ডেস্ক: কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের ফুলেরডেইল এলাকার শীর্ষ মাদক কারবারি ও ইয়াবা সম্রাট আবু তালেব র‍্যাবের হাতে আটক হয়েছে।

র‍্যাব সূত্রে জানা গেছে, এই ইয়াবা মাফিয়া আবু তালেব (৩০) অন্তত ৭টি মামলার আসামি, যার প্রতিটিই মাদক কারবারের অভিযোগে অভিযুক্ত।

হ্নীলা ফুলেরডেইল ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল কবিরের ছেলে আবু তালেব (৩০)।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে র‌্যাব-১৫ হোয়াইক্যং ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফুলের ডেইল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করেন৷ তবে অভিযানে তার কাছ থেকে ইয়াবা উদ্ধার বা মাদক বিক্রির নগদ অর্থ আদায়ের কথা থাকলেও সেটি না হওয়ায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

র‍্যাব সূত্রে জানা যায়, শীর্ষ মাদক কারবারি আবু তালেব ডাকাতি, অস্ত্র ও মাদক মামলাসহ মোট ৭টি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি এবং এন্টি নারকোটিকস টাস্কফোর্স কর্তৃক ঘোষিত শীর্ষ মাদক কারবারি৷

স্থানীয়রা বলছেন, আবু তালেব একজন শীর্ষ মাদক কারবারি এবং বহু অপরাধে অভিযুক্ত একজন ব্যক্তি। তিনি মিয়ানমার কেন্দ্রিক মাদকপাচার ও কারবারে জড়িত। এলাকায় তার একটি মাদক সিন্ডিকেট রয়েছে। ওই সিন্ডিকেটে অন্তত ৩০-৪০ জন সদস্য সক্রিয়ভাবে মাদক কারবারে সম্পৃক্ত। আবু তালেব জেলে গেলেও তার চক্রের বাকি সদস্যরা মাদক কারবার পরিচালনা করেন।

স্থানীয়রা আরও জানান, মঙ্গলবার যখন তিনি র‍্যাবের হাতে আটক হন, সে সময় তাকে নিয়ে র‍্যাব তার এলাকা বা ঘরে তল্লাশি পরিচালনা করলে বিপুল পরিমাণ ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ অর্থ পাওয়া যেত। কিন্তু রহস্যজনকভাবে র‍্যাব বিষয়টি এড়িয়ে গিয়ে শুধুমাত্র তাকে নিয়মিত মামলায় চালান দেওয়া হয়েছে।

বুধবার (১ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক বলেন, ডাকাতি, অস্ত্র ও মাদক মামলাসহ ৭টি মামলায় দীর্ঘদিন ধরে পলাতক আসামি আবু তালেব হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকা থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ