আজ : বুধবার ║ ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৩শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সাতকানিয়ায় ইটভাটায় অভিযান-সিলগালা, নকল জুতার কারখানায় জরিমানা

সাতকানিয়া সংবাদদাতা:

চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধভাবে পাহাড় কাটায় এবং লাইসেন্সবিহীন ৫টি ইট-ভাটা ও ১টি নকল জুতা তৈরির দায়ে কারখানায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় প্রত্যেক মালিককে ১ লাখ করে  ৬ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও একটি ইটভাটা প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়েছে।

 

গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার এওচিয়া ইউনিয়নে অভিযান পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।

 

 

তিনি জানান, অভিযোগের ভিত্তিতে নকল জুতা তৈরি ও বাজারজাত করার অপরাধে লোটাস ফুটওয়্যার’কে ১ লাখ টাকা এবং বিসমিল্লাহ ব্রিকস, এবিসি ব্রিকস, কেএমবি ব্রিকস, মেসার্স মা ব্রিকস ও এইচএবি ব্রিকসকে ১ লাখ টাকা করে সর্বমোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও একই অভিযোগে মেসার্স খাজা ব্রিকস সিলগালা করে দেওয়া হয়।

 

ইউএনও আরো বলেন. অবৈধ জুতার কারখানায় জুতা তৈরি করা এবং অনুমোদনহীনভাবে ইট উৎপাদন, পরিবেশগত ক্ষতি এবং স্বাস্থ্যঝুঁকি তৈরির কারণে এসব ভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ