আজ : বৃহস্পতিবার ║ ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৪শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বুধবার থেকে টানা চার দিনের সরকারি ছুটি

দেশচিন্তা ডেস্ক: সরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বুধবার থেকে টানা চারদিনের ছুটি শুরু হচ্ছে। সাপ্তাহিক ছুটির সঙ্গে দুর্গাপূজার ছুটি মিলিয়ে ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত ছুটি পাবেন তারা। ২ দিন দুর্গাপূজার ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটির মিলে এই টানা ছুটি উপভোগ করবেন তারা।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে রয়েছে সাধারণ ছুটি। এর পূর্বে ১ অক্টোবর (বুধবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। ৩ ও ৪ অক্টোবর যথাক্রমে শুক্র ও শনিবার নিয়মিত সাপ্তাহিক ছুটি। ফলে সরকারি চাকরিজীবী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কর্মরতরা ১ অক্টোবর থেকে ৪ অক্টোবর পর্যন্ত টানা চার দিন ছুটি পাচ্ছেন।

বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য নয়। প্রতিষ্ঠানভেদে এ ছুটি বাড়তে বা কমতে পারে।

ঘোষিত ছুটির তালিকা অনুযায়ী, ২০২৫ সালে দুর্গাপূজায় দুই দিন ছুটি নির্ধারিত হয়েছে—একটি সাধারণ, একটি নির্বাহী আদেশে। গত বছরের অক্টোবরেও একইভাবে চার দিনের ছুটি ভোগ করেছিলেন সরকারি চাকরিজীবীরা।

ছুটির সুবিধা এবার সবচেয়ে বেশি উপভোগ করছেন স্কুল–কলেজের শিক্ষার্থীরা। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো দুর্গাপূজা উপলক্ষে ৯ দিন বন্ধের সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ১১ দিনের বন্ধ থাকবে। মাধ্যমিক ও কলেজ পর্যায়ে ছুটি আরও বেশি। তারা মোট ১২ দিনের ছুটি ভোগ করবেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ