আজ : বুধবার ║ ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৩শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

‘সাম্প্রদায়িক-সম্প্রীতিতে বিশ্বাসী বিএনপি, সমান অধিকারের বাংলাদেশ গড়তে ত্রয়োদশ নির্বাচনে সনাতনীদের পাশে চান’

দেশচিন্তা ডেস্ক: সোমবার (২৯ সেপ্টেম্বর) সনাতনী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নেতাকর্মীদের নিয়ে মন্ডপে মন্ডপে ঘুরছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন। পূজার ষষ্ঠী ও সপ্তমীর দিনে নিজ সংসদীয় এলাকা আনোয়ারা উপজেলার ১ নং বৈরাগ ইউনিয়ন উত্তর বন্দর ২নং ওয়ার্ড, ৮নং চাতুরী ইউনিয়ন কৈনপুরা পূজা মন্ডপ, ১নং বৈরাগ ইউনিয়ন উত্তর গুয়াপঞ্চক পূজা মন্ডপসহ বিভিন্ন এলাকার পূজামন্ডপ পরিদর্শন করেন তিনি। এসময় সনাতনী ধর্মালম্বী ভাই-বোনদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন তিনি। এসময় লায়ন হেলাল উদ্দিন বলেন, বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী একটি দল। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল সম্প্রদায়ের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে বিএনপি সবসময় কাজ করে আসছে। অতীতেও বিএনপির নেতাকর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে সনাতনীদের পাশে ছিল। ভবিষ্যতেও থাকবে। তিনি আরো বলেন, এ দেশের জনগণ জিয়া পরিবারের হাতেই নিরাপদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান তাঁর ৩১দফায় সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়েছেন। সংখ্যালগু কিংবা সংখ্যাগরিষ্ট নয় সবাই সমান অধিকার নিয়ে এদেশে বসবাস করবে। লায়ন হেলাল উদ্দিন বলেন, ফ্যাসিবাদ শাসনামলে পকিল্পিতভাবে বিভিন্ন সময়ে পূজা মন্ডপ সহ সনাতনী সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটানো হয়েছে। এসব হামলার পেছনে ছিল অসৎ রাজনৈতিক উদ্দেশ্য ও বিরোধি দল-মত দমনের অন্যতম হাতিয়ার। শুধুমাত্র ধর্মীয় কারণে এসব হামলার ঘটনা ঘটেনি। আওয়ামীলীগ সরকার সবসময় সাম্প্রদায়িক কার্ডে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের অপচেষ্ঠা করেছে। তিনি বলেন, ৫ আগস্ট গণঅভূত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করেছে বিএনপি। এরপর থেকে থেকে বাংলাদেশ নিয়ে টানা ষড়যন্ত্র চলছে। পাহাড়-সমতল, মসজিদ-মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা রাজপথে এমন কোনো জায়গা নেই যেখানে বিশৃঙ্খলা ও অস্থিরতা তৈরীর চেষ্ঠা করা হয়নি। কিন্তু জনগণ তাদের এ অপচেষ্ঠা ব্যর্থ করে দিয়েছে। তিনি বলেন, এখন সুযোগ এসেছে একটি নিরাপদ, সুন্দর বাসযোগ্য ও শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। এ ক্ষেত্রে আসন্ন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন খুবি গুরুত্বপূর্ণ মন্তব্য করে তিনি এ নির্বাচনে সনাতনী ভাইদের বিএনপির পাশে থাকার আহবান জানান। আনোয়ারা পুজা উদযাপন পরিষদের আহবায়ক সাগর মিত্রের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন সদস্য সচিব প্রদীপ ধর, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাষ্টার রফিক, দিল মোহাম্মাদ মনজু,আব্দুল মইয়ুম ছোটন, গাজী ফোরকান, বাবলু হোসেন, ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির, উপজেলা পুজা উদযাপন পরিষদের যুগ্ম আহবায়ক কাজল বোস,সাবলু মিত্র অজয় চৌধুরী, রনি বল প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ