আজ : বুধবার ║ ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৩শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

টেকনাফে ৩ অপহৃত উদ্ধার, ৩ অপহরণকারী আটক

দেশচিন্তা ডেস্ক: কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় ৩ জন অপহৃতকে উদ্ধার এবং ৩ অপহরণকারীকে আটক করেছে কোস্টগার্ড।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকালে এসব তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত রবিবার রাত ১১টার দিকে কোস্টগার্ডের একটি টিম বাহারছড়া কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালীন ওই এলাকায় অপহরণকারীদের গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বন্দি রাখা ৩ জন অপহৃতকে উদ্ধার করা হয় এবং সেই সঙ্গে সংশ্লিষ্ট ৩ জন অপহরণকারীকে আটক করা হয়।

উদ্ধারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, অপহরণকারীরা তাদের আটকে রেখে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন করছিলো। পরবর্তীতে তাদের মালয়েশিয়ায় পাচার করার পরিকল্পনা করেছিলো। উদ্ধারকৃত ব্যক্তিদের এবং আটককৃত অপহরণকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, মানব পাচার ও অপহরণ রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ