
দেশচিন্তা ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারো ধরা পড়েছে বিলুপ্তপ্রায় ঢাঁই মাছ।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে স্থানীয় জেলে কবির হালদারের জালে ধরা পড়া মাছটির ওজন প্রায় ১১ কেজি। পরে এটি ৪৬ হাজার টাকায় বিক্রি হয়েছে।
জানা যায়, রোববার (২৮ সেপ্টেম্বর) গভীর রাতে চর করনেশনা এলাকায় জাল ফেলতে নামেন জেলে কবির হালদার ও তাঁর দল। ভোর পর্যন্ত কোনো মাছ না পেয়ে তাঁরা জাল গুটিয়ে নৌকা নিয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই জালে ধরা পড়ে বিশাল আকৃতির এই ঢাঁই মাছ।
পরে মাছটি আনা হয় দৌলতদিয়া ফেরিঘাটের ৫ নম্বর ঘাটসংলগ্ন শাকিল-সোহান মৎস্য আড়তে। আড়তের মালিক শাহজাহান শেখ মাছটির ওজন করে দেখেন ১১ কেজি। তিনি প্রথমে কেজিপ্রতি ৪ হাজার টাকা দরে ৪৪ হাজার টাকায় মাছটি কিনে নেন।
এরপর সামাজিক মাধ্যম ফেসবুকে ছবি শেয়ার করে সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করেন। সর্বশেষ খুলনার বাসিন্দা ও কানাডাপ্রবাসী আবুল কাশেম কেজি প্রতি ৪ হাজার ২০০ টাকা দরে মাছটি কিনে নেন। মোট দাম দাঁড়ায় ৪৬ হাজার টাকা।
আড়ত সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে মাছটি খুলনায় পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, এর আগেও চলতি মাসের ১১ সেপ্টেম্বর দৌলতদিয়া ঘাটে ২২ কেজি ৬০০ গ্রাম ওজনের আরেকটি ঢাঁই মাছ ধরা পড়েছিল। সেটি ১ লাখ ৮ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়। তখনো আড়তের মালিক শাহজাহান শেখ মাছটি কিনে নারায়ণগঞ্জের এক কানাডাপ্রবাসীর কাছে বিক্রি করেছিলেন।