আজ : বুধবার ║ ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৩শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম ও ঢাকা সড়কে অবরোধ শিথিল

দেশচিন্তা ডেস্ক: খাগড়াছড়িতে জুম্ম ছাত্র জনতার ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ২৯ সেপ্টেম্বর (সোমবার) দুপুর ১২ টা থেকে শিথিলের ঘোষণা দেয়া হয়েছে।

২৯ সেপ্টেম্বর (সোমবার) সকাল সাড়ে ৯ টার দিকে জুম্ম ছাত্র জনতার ফেসবুক পেইজ থেকে অবরোধ চলাকালে সংঘর্ষে আহতদের চিকিৎসা ও নিহতদের সৎকার কাজের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়।

এ দিকে তৃতীয় দিনের মতো খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় ১৪৪ ধারা চলছে। এসব এলাকার বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তল্লাশি চৌকি বসিয়ে জনসাধারণের চলাচল সীমিত করেছে।

খাগড়াছড়ি চট্টগ্রাম ও খাগড়াছড়ি ঢাকা সড়কে বাস চলাচলের সিদ্ধান্ত হয়েছে বলে জানান খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি আসলাম কালু।

গেল মঙ্গলবার খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ তুলে প্রতিবাদে নামে জুম্ম ছাত্র জনতা নামে একটি সংগঠন। এ সংগঠনের ডাকে অবরোধ কর্মসূচি চলাকালে জেলা সদর ও গুইমারায় সংঘর্ষের ঘটনা ঘটে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ