
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার মেহেদীবাগ এলাকায় ছাত্রলীগ নেতা সিনাউল হক হত্যার ২৭ বছর পুরোনো মামলায় যুবলীগ নেতাসহ পাঁচ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
সোমবার (২২ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালত এ রায় দেন।
খালাস পাওয়া আসামিরা হলেন- যুবলীগ নেতা টিংকু দত্ত, সালাউদ্দিন, তছলিম উদ্দিন, শাহনেওয়াজ ও মো. হোসেন। এদের মধ্যে টিংকু দত্ত, সালাউদ্দিন ও তছলিম উদ্দিন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। অপর দুই আসামি শাহনেওয়াজ ও হোসেন পলাতক রয়েছেন।
আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ সাহেদ জানান, ছয়জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত আসামিদের খালাস দিয়েছেন।
মামলার নথি অনুসারে, ১৯৯৭ সালের ৬ জুলাই রাতে মেহেদীবাগ এলাকায় একটি বিয়ের আসর থেকে বের হওয়ার পর সরকারি সিটি কলেজের ছাত্রলীগ নেতা সিনাউল হককে এলোপাতাড়ি গুলি করে হত্যা করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বাবা আবুল কাশেম বাদী হয়ে পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ সাবেক কাউন্সিলর ও ওমরগণি এমইএস কলেজ ছাত্র সংসদের ভিপি ওয়াসিম উদ্দিন চৌধুরীসহ আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।
তবে ২০১১ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে ওয়াসিম উদ্দিন চৌধুরীসহ তিন আসামির নাম মামলা থেকে প্রত্যাহার করা হয়।