
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া কেন্দ্রীয় জামে মসজিদে ধর্মীয় আবহ, ভাবগাম্ভীর্য ও ধর্মপ্রাণ মুসল্লীদের উৎসবমুখর অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো এ মসজিদের ব্যবস্হাপনায়
৪র্থ বারের মতো পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.)।
১৮ সেপ্টেম্বর বাদ এশা আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে এ মিলাদুন্নবী (স.) অনুষ্ঠিত হয়।
মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ শওকত আলী নূরের সভাপতিত্বে এ মাহফিল সঞ্চালন করেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আবছার উদ্দিন।
স্বাগত বক্তব্য রাখেন পদুয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা হাফেজ জমির উদ্দিন।
প্রধান বক্তা ছিলেন পদুয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা জয়নাল আবেদীন আলকাদেরী। বিশেষ বক্তা ছিলেন শিলক এম শাহআলম চৌধুরী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নুরুল বশর রাসেল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ কাজী আবুল কাশেম, আলহাজ্ব আবদুল রহমান, আলহাজ্ব মোহাম্মদ নুরুল আলম,
আলহাজ্ব জাফর উল্লাহ, আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার বাবুল, আবু তাহের মেম্বার, কাজী আরকান মেম্বার, আলহাজ্ব তাজুর মুল্লুক, কাজী শাহাদাত হোসেন, ইকবাল হোসেন, জুলফিকার আলি।
এলাকার বিপুল সংখ্যক মুসল্লী একসাথে দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে।