আজ : বৃহস্পতিবার ║ ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৪শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

চট্টগ্রামে অস্ত্র ও গুলি উদ্ধারের মামলায় যুবকের ১৭ বছরের কারাদণ্ড

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানায় দায়ের হওয়া ১৭ বছর আগের অস্ত্র মামলায় মো. কাউছার (৩৭) নামে এক যুবককে কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২২ সেপ্টেম্বর) চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ইসমত জাহান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত কাউছার লক্ষ্মীপুর সদর থানার ইদিলপুর গ্রামের সফিউল্ল্যাহর ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী নাছির উদ্দীন ভূঁইয়া জানান, অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত অস্ত্র উদ্ধারের ঘটনায় ১০ বছর এবং গুলি উদ্ধারের ঘটনায় ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন। তবে উভয় সাজা একসঙ্গে চলবে। সে হিসেবে কার্যকর সাজা হবে ১০ বছর।

মামলার নথি অনুযায়ী, ২০০৮ সালের ২৫ জানুয়ারি নগরের মুরাদপুর ফরেস্ট গেইট রেলক্রসিং এলাকায় অভিযান চালিয়ে কাউছারসহ ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় কাউছারের কাছ থেকে দেশীয় তৈরি সচল রিভলবার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। একই অভিযানে আবদুর রহমানের কাছ থেকে ছুরি এবং হাবিবুর রহমান লেদুর কাছ থেকে একটি রামদা জব্দ করা হয়।

গ্রেফতারের পর আসামিরা আদালতে স্বীকার করেন, তারা ডাকাতির উদ্দেশ্যে সেখানে সমবেত হয়েছিলেন। এ ঘটনায় পাঁচলাইশ থানায় পৃথক দুটি মামলা হয়—একটি ডাকাতির প্রস্তুতির অভিযোগে, অন্যটি অস্ত্র আইনে। অস্ত্র মামলায় পুলিশ একই বছরের ৬ ফেব্রুয়ারি অভিযোগপত্র দাখিল করে এবং জুনে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ