আজ : রবিবার ║ ২১শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ২১শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║৬ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চাকসুতে ৪২৯ জন প্রার্থীর মধ্যে নারী মাত্র ৪৮ জন

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪২৯ জন। এরমধ্যে নারী প্রার্থী মাত্র ৪৮ জন।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন চাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এ. কে. এম. আরিফুল হক সিদ্দিকী।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্যমতে, ২৬টি পদের মধ্যে নারী শিক্ষার্থীরা প্রতিদ্বন্দ্বী›দ্বিতা করবেন কেবল ২০টি পদে। বাকি ৬টি পদে কোনো নারী প্রার্থী মনোনয়নপত্র নেননি। সেগুলো হলো- সহ-সভাপতি, খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক, গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং সহ-যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক।

গঠনতন্ত্র অনুযায়ী চাকসুর ২৬টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেগুলো হলো- সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদক, খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক, সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক, সহ- সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক, দফতর সম্পাদক, সহ- দফতর সম্পাদক, সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক। ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক, সহ-যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক, গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক, ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক (নারী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত), সহ-ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক (নারী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত), স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক এবং ৫ জন নির্বাহী সদস্য।

এদিকে গত বুধবার (১৭ সেপ্টেম্বর) পর্যন্ত টানা চারদিনে চাকসু, হল সংসদ ও হোস্টেল সংসদ নির্বাচনে মোট ২৩২টি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র নিয়েছলেন ১ হাজার ১৬২ জন প্রার্থী। এর মধ্যে চাকসুর ২৬টি পদে মনোনয়ন সংগ্রহ করেছেন ৫২৮ জন। আর ১৪টি হল ও একটি হোস্টেলের ২০৬টি পদে মনোনয়ন নিয়েছেন ৬৩৪ জন। এর মধ্যে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) চার দিনে পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ৯৩০ জন। এরমধ্যে চাকসুতে ৪২৯ জন এবং হল ও হোস্টেল সংসদে ৫০১ জন।

তফশিল অনুযায়ী আগামীকাল রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ হবে আগামী ২২ সেপ্টেম্বর (সোমবার)। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। ২৪ সেপ্টেম্বর (বুধবার) প্রার্থীদের বিষয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)। ভোটগ্রহণ হবে ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

উল্লেখ্য, এবারের চাকসু নির্বাচনে ২৮টি, হল সংসদের ১৬টি এবং হোস্টেল সংসদে ১০টি পদে ভোটগ্রহণ হবে। প্রার্থীদের মাদক পরীক্ষার (ডোপ টেস্ট) ফল ইতিবাচক হলে প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। চাকসু নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৬৩৪ জন। আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ