আজ : শনিবার ║ ২০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ২০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║৫ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৮শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

স্ত্রীর মৃত্যুর ২২ দিন পর যুবকের প্রাণ গেল ডাকাতের হাতে, এতিম দুই শিশু

দেশচিন্তা ডেস্ক: কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া অংশে দুর্ধর্ষ ডাকাত দলের হামলায় এক যুবক নিহত হয়েছেন। এ সময় ডাকাতদের আঘাতে আরও চারজন গুরুতর আহত হন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহমুদুল্লাহ রিয়াদ (৩০) উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার মোহাম্মদ নবী হোসেনের ছেলে। মাত্র ২২ দিন আগে গত ২৯ আগস্ট ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন রিয়াদের স্ত্রী। তাদের ঘরে দুটি কন্যা সন্তান রয়েছে।

অল্প সময়ের ব্যবধানে একটি পরিবারের এমন মর্মান্তিক পরিস্থিতি এলাকায় শোকাবহ পরিবেশ তৈরি করেছে।

বালুখালী এলাকার স্থানীয় বাসিন্দা ও রিয়াদের নিকটাত্মীয় মোহাম্মদ ইমরান খান গণমাধ্যমকে বলেন, এটি আসলে হৃদয়বিদারক ঘটনা, দুইটা শিশু এতিম হয়ে গেল। জানি না তাদের কি হবে। রিয়াদের খুনিদের বিচার দাবি করছি, এমন মৃত্যু কাম্য নয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে মহাসড়কের মালুমঘাট ঢালায় ডাকাতদল রশি টেনে মোটরসাইকেল থামিয়ে আরোহীদের ওপর হামলা চালায়।

এ সময় ডাকাতদের হাতে গুরুতর আহত হন উখিয়ার মাহমুদুল্লাহ রিয়াদ। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়া আহত চারজনকে স্থানীয় লোকজনের সহায়তায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার গণমাধ্যমকে বলেন, ডাকাতের হামলায় একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িত ডাকাতদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ