আজ : শুক্রবার ║ ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ইসরায়েলকে ফুটবল থেকে নিষিদ্ধ করা জরুরী: এরিক ক্যান্টনা

দেশচিন্তা ডেস্ক: ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি ফুটবলার এরিক ক্যান্টনা প্রকাশ্যে ফিফা এবং উয়েফার প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে ইসরায়েলকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন। রাজনৈতিক অবস্থান এবং স্পষ্টভাষী মন্তব্যের জন্য পরিচিত ক্যান্টনা ওয়েম্বলির ওভো এরিনায় ‘টুগেদার ফর প্যালেস্টাইন’ কনসার্টে এই মন্তব্য করেন তিনি।

‘টুগেদার ফর প্যালেস্টাইন’ কনসার্টে উপস্থিত ছিলেন ড্যামন অ্যালবার্ন, বাস্তিল এবং পিঙ্ক প্যান্থেরেসের মতো সঙ্গীত তারকারা। পাশাপাশি বেনেডিক্ট কাম্বারব্যাচের মতো অভিনেতারাও উপস্থিত ছিলেন সেই কনসার্টে।

সাবেক ম্যানইউ তারকা বলেন, ‘ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শুরুর চার দিন পর, ফিফা এবং উয়েফা রাশিয়াকে নিষিদ্ধ করে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যাকে গণহত্যা বলে অভিহিত করেছে, আমরা এখন ৭১৬ দিন পার করছি তবুও ইসরায়েল এখনও আন্তর্জাতিক ম্যাচ খেলে যাচ্ছে কেউ কিছু বলছে না।’

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে উয়েফা এবং ফিফা রাশিয়ান জাতীয় দল এবং ক্লাবগুলোকে সব ধরনের প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করে। যার মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণ না করা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে গাজার সংঘাতে ৬৫,০০০-এর বেশি মানুষ হতাহত হওয়ার পর এখনও ফুটবলে ইসরায়েলের উপর কোনো প্রকার নিষেধাজ্ঞা না আসায় বিতর্কের জন্ম দিয়েছে।

এদিকে উয়েফার সভাপতি অ্যালেক্সান্ডার সেফেরিন ইসরায়েলকে নিষিদ্ধ না করার সিদ্ধান্তকে সমর্থন করেছেন। তিনি যুক্তি দিয়েছেন যে, ক্রীড়াবিদদের তাদের সরকারের কর্মকাণ্ডের জন্য শাস্তি দেয়া উচিত নয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ