
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে নতুন প্যানেল ঘোষণা করেছে বিভিন্ন ছাত্র সংগঠনের সমন্বয়ে গঠিত জোট ‘বৈচিত্র্যের ঐক্য’।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলার ঝুপড়িতে আনুষ্ঠানিকভাবে এই প্যানেল ঘোষণা করা হয়।
এই প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদে লড়বেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক ও বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ধ্রুব বড়ুয়া। সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সুদর্শন চাকমা। আর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে লড়বেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ও সঙ্গীত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জাকিরুল ইসলাম জসিম।
লিখিত বক্তব্যে ধ্রুব বড়ুয়া বলেন, ‘চাকসু বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, স্বাস্থ্য, আবাসন ও পরিবহন সংকট মোকাবিলায় শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করবে। পরিচয়ভিত্তিক বিভাজন দূর করে বৈচিত্র্যের মধ্য দিয়ে বৃহত্তর ঐক্য গড়ে তুলবে এই প্যানেল।’
তিনি আরও বলেন, ‘এই প্যানেলে বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সাধারণ শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এটাই আমাদের অন্তর্ভুক্তিমূলক প্যানেলের মূল শক্তি।’
প্যানেল ঘোষণার সময় পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক সভাপতি ও ইতিহাস বিভাগের সাবেক শিক্ষার্থী রোনাল চাকমা জানান, এ জোটে পাহাড়ি ছাত্র পরিষদ, মারমা ছাত্র কাউন্সিল, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, বিপ্লবী ছাত্র মৈত্রী, ছাত্র যুব আন্দোলন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্কসবাদী), ত্রিপুরা ছাত্র ফোরাম, সাংস্কৃতিক সংগঠন কলতানসহ সাধারণ শিক্ষার্থীরা রয়েছে।
এতে সাতটি রাজনৈতিক সংগঠন, ১১ জন পাহাড়ি শিক্ষার্থী ও পাঁচজন নারী অন্তর্ভুক্ত আছেন।
এ ছাড়া বিভিন্ন সম্পাদকীয় পদে রয়েছেন খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক লালতান সাং বম সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক এমদাদ উল্লাহ সাকিব, সহ সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক শামসুন্নাহার রুমী, দফতর সম্পাদক রাম্রা সাইন মারমা, সহ-দফতর সম্পাদক সজিব চন্দ্র দাস, ছাত্রী কল্যাণ সম্পাদক সুমাইয়া, সহ ছাত্রী কল্যাণ সম্পাদক উম্মে সাবাহ্ তাবাসসুম শুদ্ধতা, গবেষণা ও উন্নয়ন সম্পাদক ধণ রঞ্জন ত্রিপুরা,সমাজসেবা ও পরিবেশ সম্পাদক সাথোয়াঅং মারমা, স্বাস্থ্য সম্পাদক রিশাদ আমীন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক নিত্যানন্দ কুমার, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক মাহিদুল ইসলাম, যোগাযোগ ও আবাসন সম্পাদক মোশরেফুল হক রাকিব, সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক শর্ত খীসা, পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মোহাম্মদ আকিব।
নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন: সোমা চাকমা, তিষ্য চাকমা, শিউলি ত্রিপুরা, সিংয়ইপ্রু মারমা ও অংক্য চিং মারমা।