
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনে ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ নামে প্যানেল ঘোষণা করেছে বাগছাসের (বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ) সাবেক নেতারা।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে চারটায় চাকসু ভবনের সামনে প্যানেল ঘোষণা করেন তারা।
স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের হয়ে চাকসু নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে মনোনয়ন পেয়েছেন মাহফুজুর রহমান, জিএস পদে আর এম রশিদুল হক দিনার ও এজিএস পদে জান্নাতুল ফেরদৌস।
খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্বে থাকবেন মো. তায়েফুল আলম ফরাজী, সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক ইসমাইল হোসেন (ইমন)। সাহিত্য-সংস্কৃতি সম্পাদক ওয়ালিদুর রহমান রাফিজ এবং সহ-সাহিত্য-সংস্কৃতি সম্পাদক পার্থ দিবস চৌধুরী। দফতর সম্পাদক মো: ইসমাইল, সহ-দফতর সম্পাদক মেহেদী হাসান সোহান।
ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক সারাহ চৌধুরী এবং সহ-ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক মারিয়া আলম। সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক হাসিনুর রহমান রনি, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক তানিয়া আক্তার মাহি। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মাহাথির এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাইনুল ইসলাম।
যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. জুবায়ের (লিংকন), সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক হাসিনুল হোসাইন সিয়াম। গবেষণা ও উদ্ভাবন সম্পাদক মো: তালিক মিয়া, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক জামাল নাসের। স্বাস্থ্য সম্পাদক সাইফুল ইসলাম (আরহাম), পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক সুমাইয়া সুলতানা। কার্যনিবাহী সদস্য হিসেবে রয়েছেন পিয়াস হোসেন, মো: সাজ্জাদুল ইসলাম, গোলাম রসুল (সাকিব), সফিউল আলম সাফি এবং সাহাব উদ্দিন (শিহাব)।
প্যানেল ঘোষণার মাধ্যমে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন এবারের চাকসু নির্বাচনে সক্রিয়ভাবে অংশ নেওয়ার প্রস্তুতি শুরু করেছে।