আজ : বুধবার ║ ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মিরসরাইয়ে প্রবাসীর ভবন নির্মাণে চাঁদা দাবি, মালামাল লুটের অভিযোগ

দেশচিন্তা ডেস্ক: মিরসরাইয়ে এক প্রবাসীর ভবন নির্মাণের সময় চাঁদা দাবি ও মালামাল লুটের অভিযোগ উঠেছে। একই সঙ্গে চাঁদা না দেওয়ায় বিসিক শিল্পনগরী এলাকায় নির্মাণাধীন ভবনের শ্রমিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে হামলার ঘটনা ঘটে বলে জানান প্রবাসীর স্ত্রীর সাজিনা আক্তার।

সাজিনা আক্তার জানান, ২০১৭ সালে শেখ বাহার উল্লাহ নামের এক ব্যক্তির কাছ থেকে ৭ শতাংশ জমি কেনেন এবং জায়গাটির নামজারিও সম্পন্ন করেন। ওই জায়গায় ভবন নির্মাণের সময় সম্প্রতি কামাল পাশা নামের এক ব্যক্তি জায়গাটি নিজের দাবি করে কাজে বাধা দেন। তবে ভবন নির্মাণ করতে হলে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেন তিনি।

সাজিনা আক্তার আরও জানান, চাঁদা না দেওয়ায় স্থানীয় সন্ত্রাসী আমীরুল ইসলাম সোহেল (৪৫), কসাই সাদ্দাম (৩২) ও ড্রাইভার সাদ্দামের (৩২) নেতৃত্বে একদল সন্ত্রাসী নির্মাণকাজের জন্য রাখা ১৫০ বস্তা সিমেন্ট, তিন টন রট, পানির মোটর ও বালির চালনিসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তারা আবার দেশীয় অস্ত্র নিয়ে নির্মাণাধীন ভবনের মিস্ত্রিদের ওপর হামলা করেন বলে জানান সাজিনা বেগম। তিনি এই ঘটনার বিচার দাবি।

মালামাট লুট, চাঁদাবাজি ও হামলার বিষয়টি মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন কামাল পাশা। তিনি দাবি করেন, ওই জায়গায় ওয়ারিশি সম্পত্তি রয়েছে। বাহারের কাছ থেকে ৭ শতাংশ জমি কেনেন সাজিনা আক্তারের স্বামী আবু জাফর। কিন্তু দালিলিকভাবে বাহার ৫.৮১ শতাংশের মালিক হয়। সেখানে সে কীভাবে ৭ শতাংশ জায়গা বিক্রি করে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, মালমাল লুট ও হামলার বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ