
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় সিলিন্ডারের একটি গুদামে বিস্ফোরণে অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বৈলতলী ইউনিয়নের চরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোরের দিকে হঠাৎ গুদামে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং গুদামের আশপাশে থাকা ১০ জন আগুনে দগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
দগ্ধদের চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পড়েছেনঃ ৭