আজ : মঙ্গলবার ║ ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নির্বাচনকে উৎসবমুখর করতে হলে অবিলম্বে জাতীয় দাবীগুলো মেনে নিতে হবে : মুহাম্মদ শাহজাহান

দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিষদ সদস্য জননেতা মুহাম্মদ শাহজাহান বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত করতে হলে অবিলম্বে জামায়াত সহ রাজনৈতিক দলগুলোর ঘোষিত জাতীয় দাবিগুলো মেনে নিয়ে নির্বাচন আয়োজন করতে হবে। বাংলাদেশের মানুষ একটা সুন্দর, সুষ্ঠু ও অংশগ্রহণ মুলক নির্বাচন চায়। এইজন্য পিআর পদ্ধতি খুবই চমৎকার ব্যবস্থা। কালোটাকার প্রভাবমুক্ত ও সন্ত্রাসমুক্ত নির্বাচন এর জন্য এই পিআর পদ্ধতির বিকল্প নাই।নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে, ভোটাররা যায়ে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে সেই শংকামুক্ত পরিবেশ তৈরী করতে সরকার ও নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সংস্কার করতে হবে। পলাতক ফ্যাসিস্ট এবং তার দোসরদের কার্যকর দৃশ্যমান বিচার সম্পন্ন করতে হবে।ছাত্রজনতা কাংখিত জুলাই সনদকে আইনগত মর্যাদা দিয়ে এই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।

তিনি সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম-১৬ বাঁশখালী সংসদীয় আসনের উদ্যোগে আয়োজিত চট্টগ্রাম শহরে অবস্থানরত সদস্যদের (রুকন) নিয়ে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ও সংসদীয় আসনের পরিচালক অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমীর জননেতা মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর জননেতা আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জহিরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্যে নজরুল ইসলাম বলেন, আগামী নির্বাচনে অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জহিরুল ইসলামকে বিজয়ী করতে আমাদের সবাইকে ময়দানে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে দাঁড়িপাল্লার পক্ষে জনমত গঠন করে আগামীর কাংখিত বাংলাদেশ গড়ার জন্য সমর্থন আদায় করে নিতে হবে। লক্ষ্যে পৌঁছানোর জন্য সবাই আর্থিক কুরবানি সহ কঠোর পরিশ্রম করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা আমীর বলেন, দুই শহীদের রক্তস্নাত শহীদি ময়দান বাঁশখালীকে আগামী নির্বাচনে ইসলামের জন্য বিজয়ী ময়দানে পরিণত করতে হবে। ইসলামী আন্দোলনের বিরুদ্ধে পরিচালিত সকল ষড়যন্ত্র ও মিথ্যা প্রপাগান্ডা রাজনৈতিক ও নৈতিকভাবে মোকাবেলা করার সক্ষমতা অর্জন করতে হবে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও আসন কমিটির সদস্য সচিব এডভোকেট মোহাম্মদ আবু নাছের এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা জামায়াতের আমীর জননেতা অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল, চট্টগ্রাম মহানগরী শুরা ও কর্মপরিষদ সদস্য জননেতা অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন ও সাবেক ছাত্রনেতা হামেদ হাসান ইলাহী, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আরেফে জামী, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তাফা, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ জাকের হোসাইন, পাহাড়তলী থানা জামায়াতের আমীর মাওলানা নুরুল আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি মোখতার হোসাইন সিকদার, বাঁশখালী উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন, বায়েজিদ থানা জামায়াতের নায়েবে আমীর মাওলানা ফজলুল কাদের, মাওলানা মুহাম্মদ মফিজুল হক, সাদুর রশিদ, বেলাল হাসান, মাওলানা আহসান উল্লাহ প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ