আজ : মঙ্গলবার ║ ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজই শেষ সুযোগ চাকসু নির্বাচনের মনোনয়ন তোলার

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর)। ছাত্রদল, ছাত্রশিবির, বাগছাস, বাম সংগঠনসহ বৃহৎ রাজনৈতিক ছাত্র সংগঠন এবং স্বতন্ত্র প্যানেলগুলোর পক্ষ থেকে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মনোনয়ন নিবেন প্রার্থীরা। ধারণা করা হচ্ছে গত দুই দিনের দ্বিগুণ মনোনয়ন বিক্রয় হবে আজ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত নির্বাচন কমিশনের অফিস থেকে প্রার্থীরা মনোনয়ন সংগ্রহ করতে পারবেন।

ইতোমধ্যে গত রোববার ও সোমবার দুই দিনে হল সংসদ ও কেন্দ্রীয় সংসদে মোট ১৬৯ জন শিক্ষার্থী মনোনয়ন ফরম তুলেছেন। এর মধ্যে ৯৭ জন কেন্দ্রীয় সংসদের জন্য এবং ৭২ জন হল সংসদের জন্য মনোনয়ন নিয়েছেন।

মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে কেন্দ্রীয় সংসদে ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট প্যানেল দিয়েছে। অপরদিকে, হল সংসদে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীরা ‘হৃদ্যতার বন্ধন’ নামে নবাব ফজিলাতুন্নেছা মুজিব হলে একটি প্যানেল দিয়েছে। এছাড়াও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের আংশিক কেন্দ্রীয় সংসদে ১২জন ও হল সংসদে ১৫ জন প্রার্থী মনোনয়ন তুলেছেন, তবে আগামী দুই এক দিনের মধ্যে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করবে দলটি। বাকি শিক্ষার্থীরা স্বতন্ত্রভাবে মনোনয়ন তুলেছেন।

তফসিল অনুযায়ী, আগামীকাল বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ