আজ : মঙ্গলবার ║ ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মৃত্যুফাঁদ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক, ফের আন্দোলনে স্থানীয়রা

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের ঝুঁকিপূর্ণ অবস্থা ও প্রাণঘাতী দুর্ঘটনার শিকার হয়ে হতাহতের ঘটনা অব্যাহত থাকায় ফের আন্দোলনে নেমেছেন স্থানীয়রা। দীর্ঘদিন ছয় লেনের আশ্বাস মিললেও দৃশ্যমান উদ্যোগ না থাকায় সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের চেরাগি পাহাড় মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

চট্টগ্রাম–কক্সবাজার ছয় লেন বাস্তবায়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। কর্মসূচি থেকে দ্রুত মহাসড়ককে ছয় লেনে রূপান্তরের পদক্ষেপ নেওয়া না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, মহাসড়কটি এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। দেশের অন্যতম ব্যস্ত এ সড়ক অনেক জায়গায় পাড়ার গলির মতো সরু। জাঙ্গালিয়া এলাকায় ঢালু ও আঁকাবাঁকা অংশে দুর্ঘটনা বেশি ঘটে। রাতে লবণবোঝাই ট্রাক চলাচলের কারণে রাস্তা পিচ্ছিল হয়ে ঝুঁকি আরও বাড়ে। প্রতিটি দুর্ঘটনার পর কর্তৃপক্ষ আশ্বাস দিলেও বাস্তবে কোনো পদক্ষেপ দেখা যায় না।

সমন্বয়ক মিনহাজুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক আমাদের সময়ের চট্টগ্রাম ব্যুরো প্রধান হামিদ উল্লাহ, বিয়াজ উদ্দীন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, পরিষদের সমন্বয়ক শফিকুল আলম, মুজিবুল হক, রুনা আনসারী, আইনজীবী জিয়াউর রহমান, আবু বক্কর সাবিত, ইফতেখার নূর তিশন, মিজানুর রহমান ও সাইমুম আল মুরাদসহ অনেকে।

বক্তারা আরও বলেন, দক্ষিণ চট্টগ্রামের মানুষ দীর্ঘদিন ধরে মহাসড়ক প্রশস্ত করার দাবি জানাচ্ছেন। কিন্তু সরকার কেবল আশ্বাস দিলেও কাজের অগ্রগতি নেই। তাই দ্রুত উদ্যোগ নেওয়া না হলে তাঁরা আরও বড় আন্দোলনে নামবেন।

প্রসঙ্গত, এর আগে গত ৬ এপ্রিল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয়। এরপর ১১ এপ্রিল অন্তর্বর্তীকালীন সরকারের সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খানের কাছেও স্মারকলিপি প্রদান করা হয়েছিল। তবে এতদিনেও কার্যকর কোনো উদ্যোগ না থাকায় নতুন করে আন্দোলনে নামলেন এলাকাবাসী।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ