
দেশচিন্তা ডেস্ক: কক্সাবাজারের মহেশখালী উপজেলাস্থ আলমগীর ফরিদ টেকনিক্যাল এন্ড বিএম কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় অত্র কলেজের অধ্যক্ষ মোঃ ইব্রাহীমের সভাপতিত্বে এবং মো. বেলাল হোসাইনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি আলহাজ্ব আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে গেলে অবশ্যই প্রযুক্তিনির্ভর শিক্ষার বিস্তার ঘটাতে হবে। তিনি আরও বলেন, টেকনিক্যাল জ্ঞানের সাথে নৈতিক শিক্ষার মেলবন্ধনে হতে পারে একটি শিক্ষা বিপ্লব। যে শিক্ষা দারিদ্রতা দূর করে অর্থনৈতিক উন্নতি এবং সমগ্র দেশকে আন্তর্জাতিক বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করবে। কলেজের এ অনুষ্ঠানে আরও অনেক সম্মানিত অতিথি উপস্থিত ছিলেন। সকলে নবীন শিক্ষার্থীদের জন্য শুভকামনা ও পড়াশোনার মানোন্নয়নে নানান পরামর্শ দেন।