
দেশচিন্তা ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি দোকানে ঢুকে পড়েছে। এতে কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তবে তারা শঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার কুমিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের সার্জেন্ট জাকিরুল ইসলাম। তিনি বলেন, কুমিরা গ্যাস পাম্পের বিপরীত পাশে একটি দোকানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ঢুকে পড়ে। এতে দোকানটি ভেঙে গেছে। বাসের যাত্রীদের মধ্যে কয়েকজন হালকা আহত হলেও সবাই শঙ্কামুক্ত।
তিনি আরও জানান, বাসের নিচে কেউ চাপা পড়েছেন কি না, তা নিশ্চিত নয়। এ কারণে বারআউলিয়া থেকে একটি রেকার আনা হচ্ছে। রেকার এসে বাসটি সরানোর পর বিস্তারিত জানা যাবে।
পড়েছেনঃ ৯