আজ : মঙ্গলবার ║ ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কক্সবাজার স্টেডিয়ামে ভাঙচুর ও পুলিশের ওপর হামলায় ২৫০ জনের বিরুদ্ধে মামলা

দেশচিন্তা ডেস্ক: কক্সবাজার জেলা প্রশাসক গোল্ড কাপের ফাইনাল খেলায় উত্তেজিত দর্শকদের হামলা ভাঙচুরের সময় পুলিশের উপর হামলার ঘটনায় আড়াইশো জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

তবে মামলার এজাহারে কারো নাম উল্লেখ করা হয়নি, সবাই অজ্ঞাত আসামী বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান।

ওসি বলেন, সরকারি কাজে বাধা প্রদান ও পুলিশের উপর হামলায় সদর থানার একজন উপ পরিদর্শক বাদী হয়ে মামলাটি করেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে মামলাটি করেন বলে জানান তিনি।

গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমীন স্টেডিয়ামে রামু ও উখিয়া উপজেলার মধ্যকার ফাইনাল খেলা ঘিরে অতিরিক্ত দর্শক সমাগম ঘিরে এই হামলা ভাঙচুরের ঘটনা ঘটে। খেলা স্থগিতের পাশাপাশি সেদিন ইউএনওসহ অন্তত ৩০ জন আহত হন।

আহতদের মধ্যে সদর থানার ওসি তদন্ত ফারুকসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য রয়েছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ