আজ : মঙ্গলবার ║ ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর যৌথ মহড়া শুরু

দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের যৌথ মহড়া ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ শুরু হয়েছে। সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বিমান বাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ মহড়া চলবে সাত দিন।

রোববার (১৪ সেপ্টেম্বর) এক সংবাদের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আইএসপিআর।

এ উপলক্ষ্যে শনিবার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রামের বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকে উদ্বোধনী অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহড়ার উদ্বোধন ঘোষণা করেন ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ।

আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহড়ায় অংশ নেওয়া সদস্যরা মেডিভ্যাক (উদ্ধার অভিযান), বিমান রক্ষণাবেক্ষণ ও বৈমানিক কার্যক্রম, প্যারাসুট ও লিটার রিগিং, রোটারি-উইং হোইস্ট অপারেশন, সামুদ্রিক ও বন্যা মোকাবিলা কার্যক্রম, কমব্যাট রাবার রেইডিং ক্রাফট (সিআরআরসি), জঙ্গল সারভাইভাল, দুর্ঘটনাস্থল ব্যবস্থাপনা, মানবিক সহায়তা ও দুর্যোগ প্রতিরোধ (এইচএ/ডিআর)–সংক্রান্ত বিভিন্ন অনুশীলন করবেন।

এই মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান ও একটি এমআই-১৭ হেলিকপ্টার অংশ নিচ্ছে। যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্স অংশ নিচ্ছে দুটি সি-১৩০জে পরিবহন বিমান নিয়ে। মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর ১৫০ জন ও যুক্তরাষ্ট্রের ৯২ জন সদস্য অংশ নিচ্ছেন। এছাড়া বাংলাদেশ সেনা ও নৌবাহিনীর সদস্যরাও মহড়ায় যোগ দিয়েছেন

আইএসপিআর জানায়, এই মহড়া দুই দেশের বিমান বাহিনীর পেশাগত দক্ষতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময়, আন্তঃকার্যক্ষমতা ও সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে চিকিৎসা, প্রকৌশল ও লজিস্টিক বিশেষজ্ঞদের মাধ্যমে স্থানীয় জনগণকে সেবা দেওয়া হবে, যা পারস্পরিক আস্থা ও বিশ্বাস বাড়াবে।

অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যরা এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ